কক্সবাজার হোটেল সী-গালের ভেতরে থাকা সরকারি জমি উদ্ধার

প্রতিনিধি কক্সবাজার
কক্সবাজারের তারকামানের হোটেল সীগালের ভেতর থেকে সরকারি ৫০ শতক খাস জমি উদ্দার করেছে ভ্রাম্যমান আদালত।

১৯ এপ্রিল সকালে পরিচালিত অভিযানে নেতৃত্বদেন কক্সবাজার সদর উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম এবং সাথে ছিলেন সহকারী কমিশনার ভুমি পংকজ বড়–য়া। এ সময় সদর ইউএনও মোঃ নজরুল ইসলাম বলেন সমুদ্র সৈকতের পাশে এই তারকামানের হোটেলের বাউন্ডারীর ভেতরের সরকারি জমি ছিল।

আমার সেটা পরিমাপ করে বের করে নিয়েছি। এবং আরো যে সমস্ত সরকারি জমি এভাবে বেদখল আছে সেগুলোও উদ্বার করা হবে বলে জানান তিনি।