মাহাবুবুর রহমান,কক্সবাজার : প্রতিমা বিসর্জন উপলক্ষ্যে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে লাখো মানুষের ঢল নেমেছিল। গভীর শোক ও শ্রদ্ধায় মা দুর্গাকে বিদায় জানায় লাখো সনাতনী সম্প্রদায়ের মানুষ।
শুক্রবার (১৯ অক্টোবর) দুপুর ২ টার পর থেকে কক্সবাজার সমুদ্র সৈকতের লাবনী পয়েন্টে এসে মিলিত হতে থাকে জেলা প্রত্যান্ত অঞ্চল থেকে আসা প্রতিমা। সাথে ভুক্তঅনুরোগীরা। বিকাল ৩ টার মধ্যে কানাই কানাই পূর্ন হয়ে উঠে সৈকতরে বালিয়াড়ি। অথিতিদের বক্তব্য পর্ব শেষে বিকেল সাড়ে ৫ টা থেকে শুরু হয় বিসর্জনের আনুষ্টনিকতা। জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবুল শর্মা বলেন, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার শেষ দিন ও বিজয় দশমি উপলক্ষ্যে সমুদ্র সৈকতের লাবনী পয়েন্টে এক অনুষ্ঠানের আয়োজন করে পূজা উদযাপন পরিষদ কক্সবাজার। জেলার ৮ উপজেলার মধ্যে ৩ টি উপজেলার সহ কক্সবাজারে প্রায় ৩০১ মন্ডেপের এবার পূজা অনুষ্টিত হয়েছে এর মধ্যে কক্সবাজার সমুদ্র সৈতকে ১৫০ টি প্রতিমা বিসর্জন দেয়া হয়েছে। এখানে কমপক্ষে ১ লাখ মানুষ সমবেত হয়েছে বলে আমাদের ধারনা।
এর আগে জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট রনজিত দাশের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-কক্সবাজার সদর-রামু আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল,বিশেষ অথিতি ছিলেন মহেশখালী কুতুবদিয়া আসনের সংসদ সদস আশেক উল্লাহ রফিক, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য খোরশেদ আরা হক, জেলা প্রশাসক আলী হোসেন, পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক ও কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান প্রমূখ।
এরপরে নাচে-গানে প্রতিমা বিসর্জনে যায় হিন্দু সম্প্রদায়ের লাখো মানুষ। এতে সৈকত জুড়ে এক উৎসবমূখর পরিবেশের সৃষ্টি হয়