মাহাবুবুর রহমান, কক্সবাজার:
ডাক্তারদের পেশাজীবি সংগঠন বিএমএর নির্বাচন অনুস্টিত হয়েছে। এতে ডাঃ পুচনু সভাপতি এবং সাধারন সম্পাদক পদে ডাঃ মাহাবুবুর রহমান নির্বাচিত হয়েছে। একই সাথে তাদের সমর্থিত প্যানেল ৫াট পদ ছাড়া বাকি সব পদে নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠ্যতা নিয়ে বিজয়ী হয়েছে। ২২ ডিসেম্বর সকাল ৮ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত কক্সবাজার নার্সিং ইনস্টিটিউট এ উৎসব মুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়েছে। পরে গভীর রাতে ফলাফল ঘোষনা করা হয়।
এতে ১০৭ সভাপতি নির্বাচিত হয়েছেন ডাঃ পুচনু তার নিকটতম প্রতিদন্ধি ডাঃ মোঃ সাইফুদ্দীন ফরাজী পেয়েছে ৮২ ভোট। এছাড়া সহ সভাপতি পদে ১২৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে ডাঃ মোঃ রফিকুল হাসান, তার নিকটতম প্রতিদন্ধি ডাঃ বিধাল পাল পেয়েছেন ১০৭ ভোট, সাধারন সম্পাদক পদে ডাঃ মাহাবুবুর রহমান পেয়েছে ৯৮ ভোট তার নিকটতম প্রতিদন্ধি ডাঃ সুনয়ন বড়–য়া পেয়েছে ৮৯ ভোট,কোষাধ্যক্ষ পদে আগে থেকেই নির্বাচিত ছিল ডাঃ আবদুর নূর বুলবুল, এছাড়া যুগ্ন সম্পাদক পদে ডাঃ আরিফ হোসেন পেয়েছেন ১০৮ ভোট তার নিকটতম প্রতিদন্ধি ডাঃ রুপস পাল পেয়েছে ৮১ ভোট, সাংগঠনিক সম্পাদক পদে ডাঃ সৈয়দ মারুফুর রহমান ৯৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদন্ধি ডাঃ জাহিদুল মোস্তফা পেয়েছে ৯২ ভোট, বিজ্ঞান সম্পাদক পদে ডাঃ রনজন বডুয়া রাজন ৯৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। দপ্তর সম্পাদক পদে ডাঃ গোলাম মোস্তফা নাদিম ৯৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে ডাঃ নোবেল কুমার বড়–য়া ১০৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে।সমাজ কল্যান সম্পাদকে ডাঃ জাহাঙ্গির মোঃ তোফয়েল উদ্দিন ১০৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। সাংস্কৃতিক সম্পাদক পদে ডাঃ এসএম সাহেদুল ইসলাম ১০৪, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক পদে ডাঃ টুটুল তালুকদার ১০৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। এছাড়া সদস্য পদে সর্বোচ্চ ভোট পেয়েছে ডাঃ মায়েনু ১৩৯ ভোট, আর সদস্য যথাক্রমে ডাঃ সুলতান আহাম্মদ সিরাজী ১০৩, ডাঃ খোন্দকার আসাদুজ্জমান ১৩৭, ডাঃ খাইরুন্নেছা মুন্নী ১২৯, ডাঃ সৈয়দ মোঃ সরওয়া১১৩, ডাঃ শামীম আরা নূর ১২৪, ডাঃ রাহাত নূর তুলি ১১৬, ডাঃ নাজিমা আক্তার ৯৫, ডাঃ মুনতাহারা মৌ ৯৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।