কক্সবাজার পুলিশ প্রশাসনের আয়োজনে মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান

কক্সবাজার প্রতিনিধি : বিজয়ের মাসের প্রথমদিন কক্সবাজারে ১৫৪ জন মুক্তিযোদ্ধাকে সম্মাননা জানালো জেলা পুলিশ। এসময় তাদের সম্মানে মেজবানের আয়োজন করা হয়। পরে মুক্তিযোদ্ধাদের উপহার সামগ্রি বিতরণ করা হয়।
শনিবার (১ ডিসেম্বর) বেলা ১১ টায় কক্সবাজার পুলিশ লাইন্স মিলনায়তনে অনুষ্ঠিত মুক্তিযোদ্ধাদের সম্মাননা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. কামাল হোসেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. ইকবাল হোসেন, মুক্তিযুদ্ধকালীন জয় বাংলা বাহিনীর প্রধান মুক্তিযোদ্ধা কামাল হোসেন চৌধুরী, মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন (অব.) আব্দুস সোবহান, মুক্তিযোদ্ধা নুরুল হক (বীর প্রতীক), সাবেক মুক্তিযোদ্ধা সংসদ কক্সবাজার ইউনিটের কমান্ডার মো. শাহজাহান, মুক্তিযোদ্ধা মো. আলী প্রমুখ।
বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ভিত্তিক সমাজ তৈরীতে মুক্তিযোদ্ধাদের অবদান রাখার সুযোগ রয়েছে। তাই সোনার বাংলাদেশ বির্নিমানে মুক্তিযোদ্ধাদেরও সারথী হতে হবে।