মাহাবুবুর রহমান,কক্সবাজার
নির্বাচন আসলেই বদির গাড়ীতে হামলায় হয়,২০১৪ সালের নির্বাচনেও একই ঘটনা হয়েছিল তখন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদককে তিনি অভিযুক্ত করেছিল।এ আগেও বহু বার এ রকম ঘটনা হয়েছে যা সাজানো নাটক ছাড়া কিছুই না। এখন আবার নির্বাচনের সময় টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশের পরিকল্পনাতেই সংসদ বদির গাড়ীতে হামলার ঘটনার নাটক সাজিয়ে বিএনপি নেতাকর্মীদের মাঠ ছাড়া করতে চাইছে। এটা উনার পূরানো অভ্যাস। মূলত কোন নেতাকর্মীযেন মাঠে খোলামেলা ভাবে কাজ করতে না পারে সে জন্য নাজিরাই গুলিবর্ষন করে নির্বাচনে ফাইদা হাসিল করতে চাইছে। এ জন্য মাস্টার মাউন্ড টেকনাফ থানার ওসি প্রদীক কুমার দাশের অপরাসন দাবী করেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও উখিয়া টেকনাফ আসন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচনে প্রতিদন্ধি শাহজাহান চৌধুরী। ১ ডিসেম্বর দুপুর ১২ টায় কক্সবাজার জেলা বিএনপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের শাহজাহান চৌধুরী আরো বলেন, গভীর রাতে পূর্ব পরিকল্পিত ভাবে এই হামলার নাটক করার পর সেই রাতেই পুলিশ টেকনাফ উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক জোনায়েদ আহামদ চৌধুরীর হোয়াইকংস্থ বাড়িতে ব্যাপক ভাংচুর চালিয়েছে। তল্লাসীর নামে পুলিশ ঘরের সব স্বর্নালংকার,টাকা লুট করে নিয়ে যায় এবং বাড়ির কাজের লোকজনকে মারধর করে একটি অরাজক পরিস্থিতি তৈরি করে। যা মুক্তিযুদ্ধের সময় কোন পাকিস্তানি বাহিনি ও করেনি। এছাড়া ইতি মধ্যে টেকনাফ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুল্লাহ,জেলা বিএনপির সদস্য সুলতান আহমদ,ওমর হাকিম মেম্বার সহ অনেক নেতাকর্মীদের এমপি বদি প্রকাশ্য হুমকি দিয়েছে। উক্ত সংসদের পরিবারে ২৫ জন তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ি থাকলেও তাদের আটক না করে ওসি প্রদীপ বিএনপি দলীয় নেতাকর্মীদের টার্গেট করেই কাজ করছে তাই দ্রুত ওসি প্রদীপের প্রত্যাহার সহ নির্বাচনের সুষ্ট পরিবেশ বজায় রাখার জন্য দ্রুত রিটানিং কর্মকর্তা সহ নির্বাচন কমিশনে অভিযোগ জানানো হবে বলে জানান তিনি। এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি কুতুবদিয়া উপজেলা চেয়ারম্যান এটিএম নুরুল বশর চৌধুরী,সাধারণ সম্পাদক এড,শামিমা আরা স্বপ্না, জেলা বিএনপি নেতা,রফিুকল ইসলাম,সোহল জাহান চৌধুরীআবু ছিদ্দিক ওসমানী,ইউচুপ বদরী,মোক্তার আহামদ,নাছিমা আক্তার বকুল প্রমুখ।