কক্সবাজার ছুরিকাঘাতে মাদ্রাসা শিক্ষক নিহত

মাহাবুবুর রহমান,কক্সবাজার
কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডি ইউনিয়নের নতুন মহাল এলাকায় ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছে। নিহত যুবকের নাম সাইফুল ইসলাম( ২৭) সে স্থানিয় বদিউর রহমানের ছেলে বলে জানা গেছে
প্রত্যক্ষদর্শীদের মতে ৯ জুন শনিবার দিবাগত রাত আনুমানিক ১২ টার দিকে সাইফুল ইসলাম নতুন মহল এলাকার কামারের দোকানে আসলে সেখানে কয়েক জন যুবকের সাথে বিভিন্ন বিষয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে এলাকার মানুষজন তাদের নির্বিত করে পরে মানুষ জন কমে গেলে স্থানিয় মুর্তজা হোসেনের ছেলে শাহাবুদ্দিনের নেতৃত্বে একদল যুবক সাইফুল কে ছুরিকাঘাত করে। আহম সাইফুল কে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে। এলাকার মানুষজনের দাবী জমিজমা সংক্রান্ত বিষয়ে তার সৎ ভাইদের সাথেও তার শত্রতা ছিল। নিহত সাইফুল স্থানিয় রহমানিয়া মাদ্রাসার সিনিয়র শিক্ষক বলে ও জানা গেছে।
এ ব্যপারে কক্সবাজার সদর থানার ওসি রনজিত বড়–য়া জানান ঘটনা শুনা মাত্র পুলিশ ঘটনান্থলে গেছে লাশ বর্তশানে ময়না তদন্তের জন্য আছে এবং ঘাতকদের ধরার জন্য পুলিশ কাজ করছে।