কক্সবাজারে ৩ দিনব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলার উদ্বোধন

মাহাবুবুর রহমান
কক্সবাজারে ৩ দিন ব্যাপী মুক্তিযুদ্বের বিজয় মেলার উদ্বোধন হয়েছে। ২০ ডিসেম্বর কক্সবাজার শহীদ দৌলত ময়দানে বিকাল ৪ টায় মুক্তিযদ্বের বিজয় মেলায় আনুস্টানিক উদ্বোধন করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মজ্ঞুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান। এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেণ ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্বের জন্য আমরা গর্বিত। এই ঐতিহাসিক কারনে আমরা সারা পৃথীবির মানুষের কাছে সম্মানিত। আরো বেশি গৌরবের কারন হচ্ছে জাতীয় জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের নেতা। তার অনুপস্থিতিতেও আমরা বিশ্বের কাছে সম্মানিত। তিনি বলেণ আজ ৪৫ বছর পর স্বাধীনতার সুফল পেতে শুরু করেছি। যদি শেখ হাসিনার সরকার কে আরো রাস্ট্রক্ষমতায় রাখা যায় তাহলেই আমরা প্রকৃত স্বাধীনতার সুফল পাব। তাই সকল মুক্তিযুদ্বের চেতনার মানুষ কে ঐক্যবদ্ব থাকতে হবে যেন আমাদের স্পœ কেউ কেড়ে নিতে না পারে।
কক্সবাজার জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও মুক্তিযুদ্বের বিজয় মেলা উদযাপন কমিঠির চেয়ারম্যান মুজিবুর রহমান এর সভাপতিত্বে অনস্টিত উদ্বোধনী অনুস্টানে আরো উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা আওয়ামীলীগের সভাপতি এড. সিরাজুল মোস্তফা, মহেশখালী কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, সাবেক সংসদ সদস্য অধ্যাপিকা এথিন রাখাইন, জেলা জাসদের সভাপতি নইমুল হক চৌধুরী টুটুল, কেন্দ্রীয়  সাংস্কৃকিত ব্যাক্তিত্ব এড, তাপস রক্ষিত। সহ কক্সবাজারের সর্বস্থরের ছাত্র যুবক এবং সাধারন মানুষ এতে অংশ নেয়  পরে একটি বিজয় র‌্যালী শহর প্রদক্ষিন করে।