কক্সবাজারে ৩ দিনব্যাপী বীচ কার্নিভালের উদ্বোধন

কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারে শুরু হয়েছে ৩দিনব্যাপী বীচ কার্নিভাল। শুক্রবার ৩টায় কক্সবাজার সমুদ্র সৈকতে বীচ কার্নিভালের উদ্বোধন করেন কক্সবাজার সদর আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল এমপি। উদ্বোধনকালে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্সবাজারের পর্যটন শিল্পকে আর্ন্তজাতিক মানে উন্নিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছেন। কক্সবাজারকে শান্তির শহর দাবী করে তিনি বলেন, বিশ্বের যেকোন বীচের চেয়ে কক্সবাজার পিছিয়ে নেই। আমরা পর্যটন শিল্পকে এগিয়ে নিতে একযোগে কাজ করছি। বীচ ম্যানেজমেন্ট কমিটির সভাপতি জেলা প্রশাসক মোহাম্মদ আলী হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক এমপি। বক্তব্য রাখেন পর্যটন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মিজানুর রহমান, জেলা পুলিশ সুপার শ্যামল কান্তি নাথ, জেলা আওয়ামী লীগের সভাপতি এডঃ সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান ও কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের।