মাহাবুবুর রহমান,কক্সবাজার
এফএম-৯০ শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স মিশাইল কক্সবাজারে আনুষ্টানিকভাবে ফায়ারিং করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে ইনানী সৈকতে মিশাইল ফায়ারিং করা হয়। এ সময় বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক সহ উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সেনা বাহিনীতে প্রথমবারের মত সংযোজিত হলো এফএম-৯০ শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স মিশাইল উইপন সিস্টেম। এই সিস্টেমটি ভূমি হতে নিক্ষেপযোগ্য আকাশ প্রতিরক্ষা প্রদানকানী ক্ষেপনাস্ত্র। এটি আকাশে ১৫ কিলোমিটার দূরবর্তী শত্রু বিমান, হেলিকপ্টার, ক্রস মিসাইল, এন্টিরেডিয়েশন মিসাইল এর বিপক্ষে নিখুতভাবে আকাশ প্রতিরক্ষা প্রদানে সক্ষম। এই সিস্টেম জাতীয় সংসদ ভবন, বঙ্গভবন, গণভবন, প্রধানমন্ত্রীর কার্যালয়, সচিবালয়, সেনাসদর, বিমান বন্দর, সমুদ্র বন্দর সহ গুরুত্বপুর্ণ স্থানের প্রতিরক্ষা প্রদান করবে। এটি বাংলাদেশ সেনা বাহিনীর এয়ার ডিফেন্স আর্টিলারি কর্তৃক ব্যবহৃত হচ্ছে। এ ইউনিটের মাধ্যমে বাংলাদেশ সেনা বাহিনীর সক্ষমতা বহুলাংশে বৃদ্ধি পেল।