কক্সবাজারে সাগরে ডুবে যাওয়া বিশ্ববিদ্যালয় ছাত্রের লাশ উদ্বার

মাহাবুবুর রহমান: কক্সবাজারের বঙ্গপাসাগরে ডুবে যাওয়া বিশ্ববিদ্যালয় ছাত্রের লাশ উদ্বার হয়েছে। ২ অক্টোবর সন্ধ্যা কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের রাস্তার পাড়া সাগরের মোহনায় তার লাশ উদ্বার করা হয়েছে। নিহত বিশ্ববিদ্যলয় ছাত্রের নাম মোঃ রিফাত হাসান সে নওগা জেলার ফতের পুরের গোলাম হায়দারের ছেলে। কক্সবাজার ট’্যরিস্ট পুলিশের সহকারী পুলিশ সুপার রায়হান কাজেমি জানান মোঃ রিফাত হাসান সহ ৪০ জনের একটি দল তারা কক্সবাজার বেড়াতে এসেছিল তারা ১ অক্টোবর দুপুরে বীচে গোসল করতে নামে সেখান থেকে উঠে তারা হোটেলে গিয়ে দেখে রিফাত নিখোজ পরে তার বন্ধুরা বিষয়টি আমাদের জানালে আমরা সম্ভব্য সব জায়গায় খুজাখুজি করি।পরে ২ অক্টোবর সন্ধ্যায় খবর আসে খুরুশকুল নদী তীরে একটি লাশ ভাসছে সেটা দেখতে গিয়ে তার বন্ধুরা রিফাততে সনাক্ত করে। তার লাশ বর্তমানে সদর হাসপাতালে আনার ব্যবস্থা হচেছ।