কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে ঢাবি শিক্ষার্থী নিখোঁজ

মাহাবুবুর রহমান
কক্সবাজারে সমুদ্রে গোসল করতে নেমে মো: রিফাত হোসেন (২৩) নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে বলে খবর পাওয়া গেছে। শনিবার সকালে সুগন্ধা পয়েন্ট সংলগ্ন সাগরে ওই দূর্ঘটনা ঘটে বলে জানিয়েছে তার সহপাঠীরা। নিখোঁজ রিফাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অঙ্গ প্রতিষ্ঠান জাতীয় জাতীয় বস্ত্র প্রকৌশল ও গবেষনা ইন্সটিটিউটের ফেব্রিক্স বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। রিফাতের সহপাঠী এনামুল হক শাহীন জানান, সকালে জাতীয় বস্ত্র প্রকৌশল ও গবেষনা ইন্সটিটিউটের চতুর্থ বর্ষের ৪৩ জন শিক্ষার্থী কক্সবাজার বেড়াতে এসে কলাতলীর হোটেল রিগ্যাল প্যালেসে উঠেন। এরপর তারা সাথে আনা ব্যাগ ও অন্যান্য জিনিসপত্র হোটেল কক্ষে রেখে ৪০ জন সমুদ্রে গোসল করতে যান। গোসল শেষে সকাল সাড়ে ১১ টার মধ্যে তারা গোসল শেষে পুনরায় হোটেল কক্ষে ফিরে আসেন। কিন্তু ফিরে আসা ছাত্রদের দলে ছিলেন না রিফাত। সহপাঠীরা তাকে সৈকত ও সংলগ্ন এলাকা খোঁজাখুজি করেও সন্ধান পায়নি। এসময় তার মুঠোফোনও বন্ধ পাওয়া যায়। পরে বিষয়টি ট্যুরিস্ট পুলিশকে অবহিত করে সহপাঠীরা।কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ফজলে রাব্বী জানিয়েছেন, কক্সবাজারে বেড়াতে আসা এক শিক্ষার্থী সাগরে নেমে নিখোঁজ হয়েছে বলে সহপাঠীরা পুলিশকে জানিয়েছে। তবে সাগরে নেমেই ওই ছাত্র নিখোঁজ হয়েছে কিনা পুলিশ এখনো নিশ্চিত নয়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। নিখোঁজ রিফাতের সন্ধানে সৈকতে টহলরত পুলিশ ও স্থানীয় জেলেদের খোঁজ নিতে বলা হয়েছে বলেও জানান ফজলে রাব্বী।