কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজার ক্রীড়া লেখক সমিতির আয়োজনে জসিম এন্টারপ্রাইজ বিজয় দিবস মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। ১৭ ডিসেম্বর কক্সবাজার বীর শ্রেষ্ট রুহুল আমীন স্টেডিয়ামে টুর্নামেন্টের ৪ টি দলের অংশ গ্রহনে ২ টি খেলা অনুষ্টিত হয়।
এতে প্রথম খেলায় মুখোমুখি হয় কক্সবাজার প্রেস ক্লাব বনাম সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার। এতে ২-০ গোলে জয় পায় সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার দলের পক্ষে গোল করে কায়সার ও ইসলাম মাহমুদ। পরে খেলায় মুখোমুখি হয় কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন বনাম কক্সবাজার ক্রীড়া লেখক সমিতি। তীব্র প্রতিদ্বন্ধিতা পূর্ন এই ম্যাচের প্রথমার্ধে মুহিবুল্লার দেওয়া ১ গোলের লিড নিয়ে এগিয়ে ছিল কক্সবাজার ক্রীড়া লেখক সমিতি।
পরে অবশ্য সেই গোল শুধ করে কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের রুবেল। সেই সমতা ধরেই শেষ বাশিঁতে গড়ায় খেলা। পরে অতিরিক্ত আরো ১০ মিনিটের খেলাতে কোন দল গোল করতে না পারলে খেলা গড়ায় ট্রাইবেকারে এতে ৬-৫ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে কক্সবাজার ক্রীড়া লেখক সমিতি।
প্রথম ম্যাচে ম্যান অফদ্য ম্যাচ হয় সাংবাদিক ইউনিয়নের জিয়াবুল এবং পরের ম্যাচে ম্যাচ অফদ্য ম্যাচ নির্বাচিত হয় কক্সবাজার ক্রীড়া লেখক সমিতির মহিবুল্লাহ। এর আগে টুর্নামেন্টের উদ্বোধন করেন কক্সবাজার পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান। এ সময় প্রধান অথিতি বলেন,লেখালেখির পাশাপাশি বিনোদন মুলক ভাবে হলেও সাংবাদিকদের খেলাধুলার চর্চা রাখা অপরিহার্য।
এ সময় বিজয়ের মাসে নতুন চেনতা এবং উদ্দিপনা দিয়ে সাংবাদিকদের দেশের প্রতি ভালবাসা এবং মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের কাজ করার আহবান জানান। এতে বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন কক্সবাজার প্রেস ক্লাবের সভাপতি মাহাবুবুর রহমান,কক্সবাজার সাংবাদিক
ইউনিয়নের সভাপতি ও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবু তাহের চৌধুরী,জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অনুপ বড়–য়া অপু,সহ সভাপতি মোঃ জসিম উদ্দিন,জেলা আওয়ামীলীগের অর্থ সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক আবদুল খালেক,ফেডারেল সাংবাদিক
ইউনিয়নের কেন্দ্রীয় সদস্য ও দৈনিক কক্সবাজারের পরিচালনা সম্পাদক মুজিবুল ইসলাম,ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সদস্য এড,আয়াছুর রহমান,সিনিয়র সাংবাদিক প্রিয়তোশ পাল পিন্টু,কক্সবাজার পৌরসভার প্যানেল মেয়র হেলাল উদ্দিন কবির, ১০ নং ওয়ার্ড কাউন্সিলার ছালাউদ্দিন
সেতু,জেলা আওয়ামীলীগের উপ প্রচার সম্পাদক সম্পাদক এম এ মনজুর,সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সাধারণ সম্পাদক হাসানুর রশিদ,কক্সবাজার ক্রীড়া লেখক সমিতির সাবেক সভাপতি এম আর মাহবুব প্রমুখ। এতে সভাপতিত্ব করেন কক্সবাজার ক্রীড়া লেখক সমিতির
সভাপতি মাহাবুবুর রহমান। রেফারী হিসাবে খেলা পরিচালনা করেন আহামদ কবির,বোরহান উদ্দিন,ফরিদুল আলম। অনুষ্টানের সার্বিক তত্তাবধানে ছিলে কক্সবাজার ক্রীড়া লেখক সমিতির সাধারণ সম্পাদক শফি উল্লাহ শফি। উল্লেখ্য আজ বিকাল ৩ টায় কক্সবাজার বীর শ্রেষ্ট রুহুল আমীন স্টেডিয়ামে ফাইনাল খেলায় মুখোমুখি হবে সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার ও কক্সবাজার ক্রীড়া লেখক সমিতি।