মাহাবুবুর রহমান,কক্সবাজার
কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে মানবাধিকার রক্ষায় পুলিশ ও সাংবাদিকদের ভুমিকা শীর্ষক আলোচনা সভা। মঙ্গলবার (১১ ডিসেম্বর) দুপুরে কলাতলীর একটি হোটেলের হল রুমে ইউএনডিপির কমিউনিটি রিকভারী এন্ড রেসিলেন্স প্রজেক্ট এর সহযোগীতায় এ অনুষ্ঠানের আয়োজন করে করে কক্সবাজার জেলা পুলিশ। দুপুর ১২টার দিকে শুরু হওয়া এ অনুষ্ঠান বেলা দুইটায় শেষ হহওয়ার কথা রয়েছে।
কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু তাহের এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন।
শুরুতে স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. ইকবাল হোসেন। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন,
ইউএনডিপির কমিউনিটি রিকভারী এন্ড রেসিলেন্স- কর্মসূচীর প্রজেক্ট ম্যানেজার মো. মাসুদ করিম।
বিশেষ অতিথির বক্তব্য দেন,অতিরিক্ত পুলিশ সুপার ( উখিয়া সার্কেল) নিহাদ আদনান,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবিদুল ইসলাম কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল।মুক্ত আলোচনা পরিচালনা করেন সহকারী পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম ও কক্সবাজার প্রমুখ।অনুষ্ঠানে মানবাধিকার সুরক্ষায় পুলিশ ও সাংবাদিকদের ভূমিকার নানা দিক নিয়ে আলোচনা হয়।