মাহাবুবুর রহমান,কক্সবাজার
কক্সবাজার শহরে এক বাকপ্রতিবন্ধি স্বামীর স্ত্রীর রহস্যজনক মৃত্য হয়েছে। ৬ জনু রাত ১০ টার দিকে শহরের নতুন বাহারছড়াস্থ বাড়ি থেকে তার ঝুলন্ত লাশ উদ্বার করেছে, পরিবারের দাবী ফাসি খেয়ে সে আত্বহত্যা করেছে। তবে সেট মানতে নারাজ নিহতের মা আর প্রতিবেশিরা। তাদের দাবী ভেতরে কোন রহস্য থাকবে পারে।
জানা গেছে কক্সবাজার শহরের নতুন বাহার ছড়া এলাকার বাক প্রতিবন্ধি তিতুমীর এক স্ত্রী রোজিনা আকতার অন্যান্য দিনের মত ৬ জুন রোজা রেখে নামাজ কামালও পড়েছে ঘটনার আগে পরে কারো সাথে কোন ঝগড়া বিবাধও হয়নি। তবে সবাই যখন তারাবির নামাজ নিয়ে ব্যস্ত তখনি সেই গৃহ বধূর লাশ তার সুবারঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় তার শশুর বাড়ির লোকজন পরে পুলিশে খবর দিলে তারা এসে লাশ উদ্বার করে।নিহতের মা এলমুন্নাহার বলেন ১০ বছর আগে তিতুমীরের সাথে তার মেয়ের বিয়ে হয় মাঝে মধ্যে এক ননদের সাথে ঝামেলার কথা বলতো আর তিতুমীর কিছু পৈত্রিক সম্পত্তী পেত সেটা এবং ভাড়া বাসা গুলো তার ভাই জিয়া উদ্দিন দেখা শুনা করতো। তবে প্রতিবেশিদের মতে ধর্মকর্ম সহ সব দিক থেকে রোজিনা খুবই ভাল ছিল। তার ঘরে একটি ৮ বছরের মেয়ে এবং ৪ বছরের ছেলে আছে , সে সবার সাথে খুব সুন্দর করে মিশতো এমনকি মাগরিবের নামাজ ও সে পড়েছে তাই সে কোন ভাবে আত্বহত্যার মত পাপ করতে পারে না। এখানে তার দেবরের কোন লোভ লালসা বা অন্য কোন ঘটনা ঘটে থাকতে পারে, সেটা তদন্ত করা দরকার। নিহত রোজিনার লাশ ময়না তদন্ত সম্পন্ন করার পকৃয়া চলছে।
এ ব্যপারে সদর থানার ওসি রনজিৎ বড়–য়া বলেন ঘটনা আমি শুনেছি তবে হত্যাকান্ড বলে এখনো কেউ অভিযোগ করেনি।