কক্সবাজারে পাহাড়ে বসবাসকারি সকলকে সরে যেতে – বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার নির্দেশ

কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা। রবিবার জেলা প্রশসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো: আলী হোসেন। সভাপতির বক্তব্যে তিনি বলেন, ভারী বর্ষনে পাহাড় ধ্বসের কারণে রাঙ্গামাটি, চট্টগ্রাম ও বান্দরবান জেলায় আমাদের গর্ব সেনাবাহিনীর কর্মকর্তা ও সদস্যসহ বেশ কিছু জনসাধারন নিহত হয়েছেন। আমরা তাঁদের মৃত্যুতে গভীরভাবে শোক প্রকাশ করছি। পাশাপাশি কক্সবাজার জেলার বিভিন্ন এলাকার পাহাড়েও রয়েছে জনবসতি। তাই জেলা প্রশাসন কর্তৃক পৌরসভার ওয়ার্ডভিত্তিক এবং উপজেলা ও ইউনিয়ন পরিষদে গঠিত টিমের সদস্যরা সংশ্লিষ্ট পাহাড়গুলো পরিদর্শন করেছেন। সর্বপ্রথম পাহাড়ে অতিঝুঁকিপূর্ণ বসবাসকারিদের গৃহের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা এবং সরিয়ে নেয়ার নির্দেশনা প্রদান করেন। এ ছাড়া পাহাড়ি ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বসবাসকারিদের সরে যেতে মাইকিং ও সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেটবৃন্দের নেতৃত্বে পরিদর্শক টিমের পরিদর্শন অব্যাহত থাকবে বলে তিনি জানান এবং পাহাড়ি ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বসবাসকারিদের নিরাপদস্থানে অপসারনে নিয়োজিত রাজনৈতিক,জনপ্রতিনিধি, সাংবাদিকসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
জেলা প্রশাসক মো: আলী হোসেন আরও বলেন, আশা করা যায়, প্রতিবছরের ন্যায় পবিত্র ঈদ-উল-ফিতরের ছুটিতে কক্সবাজারে আগমন ঘটবে অসংখ্য পর্যটকের। তাই পর্যটকসহ স্থানীয়দের সার্বিক নিরাপত্তা ও যানজট নিরসনে জেলা প্রশাসন থেকে নেয়া হয়েছে নানা ধরনের উদ্যোগ। সেইসাথে সর্বদা প্রস্তুত রয়েছে আইন-শৃংখলা রক্ষাবাহিনীর সদস্যরা।এতে সকলকে সহযোগীতা করার আহবান জানান জেলা প্রশাসক মহোদয়।
অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক ) কাজি মো: আবদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সংসদ সদস্য আবদু রহমান বদি, জেলা আওয়ামীলীগ সভাপতি এ্যাডভোকেট সিরাজুল মোস্তফা,উপজেলা নির্বাহী কর্মকর্তাবৃন্দ,সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট রুবাইয়া আফরোজ, ভ্যাট ও কাষ্টম্স এক্সাইজের সহকারি কমিশনার, পৌরসভার মেয়র মাহবুবুর রহমান, সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ,আইন-শৃংখলা রক্ষাকারীবাহনীর কর্মকর্তা,জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সভায় কুতুবদিয়া, ধলগাট ও শাহপুরী দ্বীপের বেঁড়িবাধ নির্মাণ ব্যবস্থাপনা, গর্জনীয়া ব্রীজ, রামু ও উখিয়া উপজেলায় নির্মানাধীন ফায়ার ষ্টেশন, ভ্যাট প্রদান সংক্রান্ত বিষয় আইন,কর্মসৃজন প্রকল্পসহ বিভিন্ন বিষয়ের উপর আলোকপাত করা হয়।