কক্সবাজারপ্রতিনিধি:
প্রতিটি মানুষের স্বাভাবিক মৃত্যু কাম্য কেউ সড়ক দূর্ঘটনায় প্রাণ হারাতে চাইনা। সড়ক দূর্ঘটনায় মৃত্যু হলে শুধু সেই ব্যাক্তির নয় একটি পরিবারের ও মৃত্যু হয়। তাই আমরা এই মৃত্যু চাইনা। আইন থাকলেও বেশির ভাগ চালক সেটা মানে না তাই সড়কে দূর্ঘটনা বাড়ে। এছাড়া সাধারণ মানুষের মধ্যে অসেচতনতার কারনেও সড়কে দূর্ঘটনা। এ সময় বক্তারা চালকের আসনে বসে মোবাইলে কথা বলা, মাদক সেবন করে গাড়ী চালানো, অতিরিক্ত যাত্রী বুঝায় করে গাড়ী চালানো অভারটেক করা, সিংনাল না মানা সহ নানান বিষয়ে আরো কঠোর হওয়ার জন্য প্রশাসনের প্রতি আহবান জানান।
কক্সবাজারে নিরাপদ সড়ক দিবসের আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। ২২ অক্টোবর সকাল সাড়ে ১০ টায় নিরাপদ সড়ক চাই দিবসের এক বর্ণাঢ্য র্যালী শহরের প্রেস ক্লাব থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে এক আলোচনা সভা সংগঠনের জেলা সভাপতি জসিম উদ্দিন কিশোর এর সভাপতিত্বে অনুস্টিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য খোরশেদ আরা হক, বিশেষ অতিথি ছিলেন কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ আলী হোসেন, সদর মডেল থানার সহকারী পুলিশ সুপার রেজাউল করিম, এপিপি সাকি এ কাউসার, সাংবাদিক মোয়াজ্জেম হোসেন শাকিল, মাহাবুবুর রহমান, ডিসি সিও মনজুর আলম প্রমুখ।