কক্সবাজারে ধানের প্রার্থী হাসিনার উপর হামলা গাড়ী ভাংচুরের অভিযোগ

মাহাবুবুর রহমান,কক্সবাজার
কক্সবাজার -১ ( চকরিয়া পেকুয়া) আসনের ধানের শীষ প্রার্থী সাবেক মন্ত্রী ছালাউদ্দিন আহামদের স্ত্রী সাবেক সংসদ হাসিনা আহামদের উপর হামলা চালিয়েছে আওয়ামীলীগের কর্মী সমর্থকরা।এসময় তার গাড়ী ভাংচুর করা হয়।

পুলিশের সামনেই গুলি নিয়ে হামলা করলেও পুলিশ আওয়ামীলীগের কাউকে কিছু বলছে না উল্টো বিএনপি নেতাকর্মীদের মামলা নিয়ে হয়রানীকরছে বলে অভিযোগ করেন হাসিনা আহামদ।

তিনি শনিবার দুপুর ২ টায় কক্সবাজার জেলা বিএনপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের এ সব অভিযোগ করেন। এ সময় তিনি বলেণ,আমি চরম নিরাপত্তায় হীনতায় আছি।

যেখানেই প্রচারনা চালাতে যাচ্ছি সেখানে সাধারণ ভোটারদের ব্যাপক সাড়া পাচ্ছি সেটা সজ্য করতে না পেরে আওয়ামীলীগের প্রার্থী নিজে এবং তার সন্ত্রাসী বাহিনী দিয়ে আমার উপর হামলা করাচ্ছে।

আইনী সহায়তা চেয়ে আমি পাচ্ছি না। তারিধারাবাহিকতায় গতকাল বেলা ১১ টার দিকে কাটাখালী ব্রীজের সামনে ৩০ জনের মত অস্ত্রধারী সন্ত্রাসী জয় বাংলা শ্লোগান দিয়ে আমার গাড়ীতে হামলা করে এ সময় তারা আমাকে প্রকাশ্য হত্যার হুমকী দেয় পরে স্থানীয় লোকজন এসে আমাকে উদ্ধার করে নিরাপদে সরিয়ে নেয়।

এছাড়া ইতি পূর্বে আওয়ামীলীগের প্রার্থী জাফর আলমের হামলায় চকরিয়া পৌরসভার সাবেক মেয়র সহ অনেক নেতাকর্মী আহত হয়েছে। তারা চাইছে যে কোন ভাবে আমি নির্বাচন থেকে সরে দাড়ায়।

কিন্ত আমি সেই স্বপ্ন বাস্তবায়ন হতে দেব না। সংবাদ সম্মেলনের আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড,শামিম আরা

স্বপ্না,সেচ্ছাসেবক দলের সভাপতি অধ্যাপক আজিজুর রহমান,বিএনপি নেতা রফিকুল ইসলাম,ইউচুপ বদরী,নাছিমা আক্তার বকুল প্রমুখ।