কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজার সমুদ্র সৈকত সংলগ্ন ঝিনুক মার্কেটে আগুন লেগে ১৫ টি ভস্মিভূত হয়েছে। শুক্রবার বেলা ১১ টার দিকে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রনে আনে। এ ঘটনায় কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানান ব্যবসায়িরা।
কক্সবাজার বীচের ঝিনুক মার্কেটের ব্যবসায়ি হাবিবুর রহমান বলেন,বেলা ১১ টার দিকে আমার দোকান থেকে বৈদ্যতিক সট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে পরে মুহুর্তের মধ্যে আগুন সব দিকে ছড়িয়ে পড়ে। আমরা ফায়ার সার্ভিসে ফোন করলে দীর্ঘক্ষন তাদের টেলিফোন ব্যাস্ত পাওয়া যায়। পরে একজন মটর সাইকেল দিয়ে বাজারঘাটা দিয়ে তাদের নিয়ে আসে। ততক্ষনে মার্কেটের ছোট বড় ১৫ টি দোকান আগুনে পুড়ে যায়। শাহজাহান নামের আরেক ব্যবসায়ি জানান এখানে আমার ৩ টি দোকানের সব মালামায় পুড়ে ছাই হয়ে গেছে। ফায়ার সার্ভিস কর্মকর্তা দীপক বড়–য়া বলেন,খবর পাওয়ার সাথে সাথে আমরা এসে আগুন নিয়ন্ত্রনে এনেছি। ক্ষয়ক্ষতি পরিমান এখনো হিসাব করা হয়নি তবে কয়েক কোটি টাকার ক্ষতি হতে পারে।