মাহাবুবুর রহমান,কক্সবাজার
কক্সবাজার ডিসি সাহেবের ঐতিহ্যবাহী বলী খেলার ৬২ তম আসর সম্পন্ন হয়েছে। এতে এবারও যুগ্ন চ্যাম্পিয়ন হয়েছে রামু উমখালীর দিদার বলী এবং উখিয়া রাজাপালং ইউনিয়নের ফলিয়াপাড়া গ্রামের শামসু বলী।
তারা ৩৫ মিনিট খেলে কেউ কাউকে পারজিত করতে পারে নি। তবে পয়েন্ট তালিকায় শামসু বলী কিছুটা এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত ফলাফল না আসায় বিচারকরা যুগ্ন চ্যাম্পিয়ন ঘোষনা করে। ২৮ এপ্রিল কক্সবাজার বীর শ্রেষ্ঠ রুহুল আমীন স্টেডিয়ামে প্রায় ৭ হাজার দর্শকের উপস্থিতিতে বিপুল উৎসাহ উদ্দীপনায় খেলা চলে।
এতে ২ নং শিরুপায় চকরিয়া মগপাড়ার জীবন বলী এবারও চ্যাম্পিয়ন হয়েছে উল্লেখ্য জীবন বলী ২০১৬ সালেও ২ নং শিরুপায় চ্যািম্পয়ন হয়েছিল। এতে রানার আপ হয়েছেন নন্দাখালীর হাসেম বলী, আর ৩ নং শিরুপার খেলায় চ্যাম্পিয়ন হয়েছে মহেশখালীর মোহাম্মদ হোসেন বলী আর রানার আপ হয়েছে মহেশখালীর রাসেল বলী। খেলা শেষে তাদের সবাইকে প্রাইজমানি ও শিরুপা দেওয়া হয়। এ উপলক্ষ্যে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ আলী হোসেন।

?
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কক্সবাজার সদর-রাম আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল এমপি, এ সময় তিনি বলেণ বলী খেলা এখন আমাদের নিজস্ব সংস্কৃতিতে পরিনত হয়েছে। বলী খেলার কারনে বাংলাদেশে বৃহত্তর চট্টগ্রাম এবং কক্সবাজারকে চিনে মানুষ। এবং কালেরআবর্তে এই বলী খেলা এখন আরো জনপ্রিয় হয়ে উঠেছে।
এসময় তিনি আকাশ সংস্কৃতির ভিড়ে বলী খেলার মত গ্রামীন খেলা যেন কোন ভাবে হারিয়ে না যায় সে জন্য সবাইকে সজাগ থাকার আহবান জানান। এতে বিশেষ অতিথি ছিলেন মহেশখালী- কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক এমপি, এ সময় তিনি বলী খেলাকে যথাযত পৃষ্ঠপোষকতা এবং বলীদের সম্মানের দিকে নজর রাখার আহবান জানান।
একই সাথে বাঙ্গালী সংস্কৃতি লালন ও পালনে সবাইকে আহবান জানান। এতে স্বাগত বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অনূপ বড়–য়া অপু, এ সময় উপস্থিত ছিলেন কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব আনোয়ারুল নাসের, এডিএম খালেদ মাহমুদ, এবং জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি অধ্যক্ষ জসিম উদ্দিন, মোঃ জসিম উদ্দিন, অতিরিক্ত সাধারণ সম্পাদক আবছার উদ্দিন, যুগ্ন সম্পাদক হারুন উর রশিদ, নির্বাহী সদস্য রতন দাশ,শাহিনুল হক মার্শাল, প্রভাষক জসিম উদ্দিন, একেএম রাশেদ হোসাইন নান্নু, আমিনুল ইসলাম মুকুল, আলী রেজা তসলিম, আজমুল হুদা, সহ সংশ্লিষ্ঠ্য কর্মকর্তারা।