কক্সবাজারে উৎসাহ উদ্দীপনায় বৌদ্ধ পূর্ণিমা পালিত

মাহাবুবুর রহমান,কক্সবাজার
কক্সবাজারে নানা র্কমসূচীর মধ্য দয়িে উদযাপতি হচ্ছে বৌদ্ধদরে বৃহত্তম র্ধমীয় উৎসব শুভ বুদ্ধ র্পূণমিা। এই দনিে বৌদ্ধ র্ধমরে প্রর্বতক গৌতম বুদ্ধরে জন্ম , বুদ্ধত্ব লাভ ও মহাপরর্নিবিাণ (মৃত্যু) প্রাপ্ত হন। বুদ্ধরে ত্র-িস্মৃতি বজিড়তি এই দনিটি বৌদ্ধদরে কাছে অত্যন্ত পবত্রি দনিটি পালন উপলক্ষে সম্রাট অশোক প্রতষ্ঠিতি রামুর ঐতহিাসকি রাংকূট বনাশ্রম বৌদ্ধ বহিারে চলছে র্বণাঢ্য আয়োজন। বুধবার ভোর রাত থকেে শুরু হয় শ্রামান্য র্ধমে দীক্ষাদান, উপোসথ গ্রহণ, মহাসংঘদান, সর্দ্ধম সভা ও জ্ঞাতি ভোজন। এরপর বহিার প্রাঙ্গনে পরবিশেতি হয় বুদ্ধ সংর্কীতন। এতে অংশগ্রহণ করনে হাজার-হাজার বৌদ্ধ র্ধমালম্বী
এছাড়া বুদ্ধ র্পূণমিা উপলক্ষে কক্সবাজার সদর, উখয়িা, মহশেখালী, চকরয়িা, টকেনাফরে বৌদ্ধ পল্লীগুলোতওে উদযাপতি র্ধমীয় নানা অনুষ্ঠানমালা। আর বৌদ্ধ বহিারগুলো সাজানো হয়ছেে র্বণলিভাব।ে সকাল থকেে বৌদ্ধ বহিারগুলোতে জমে পূজারীদরে ভড়ি। দুপুরে বরে হবে বুদ্ধ র্পূণমিার শোভাযাত্রা, বহিার-েবহিারে পুঁজা-র্অচণা এবং সর্দ্ধম সভা। সন্ধ্যায় অনুষ্ঠতি হবে হাজারো মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন ও বশ্বিশান্তি কামনায় সমবতে র্প্রাথনা।