কক্সবাজারে আর্ন্তজাতিক র‌্যাটিং রেপিট দাবা প্রতিযোগিতা সম্পাপ্তি

মাহাবুবুর রহমান
কক্সবাজারে আন্তর্জাতিক র‌্যাপিট রেটিং দাবা প্রতিযোগিতা সফল সমাপ্তি হয়েছে। ২দিন ব্যাপী এ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ফিদা মাস্টার মাহফুজুর রহমান ( মাগুরা) । খেরায় রেটিং প্রাপ্ত হয়েছেন কক্সবাজারের অন্যতম দাবাড়– রতন দাশ। খেলায় আবদুল মালেক ( চট্টগ্রাম) ফিদা মাস্টার ক্যানডিডেট সোহলে চৌধুরী, মাহমুদুল হক সায়েম সহ মোট ৫৭ জন দাবাড়– অংশ নিয়েছে। এতে ৩৭ জনই আর্ন্তজাকিত রেটিং প্রাপ্ত। এদের মধ্যে প্রতিযোগিতা মুলক খেলায় মুখরিত হয়ে উঠেছে কক্সবাজার স্টেডিয়াম। পরে বিজয়ীরেদ মাঝে পুরস্কার বিতরন করেন জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক অনুপ বড়–য়া অপু, ডিএসএ সদস্য ও দাবা সম্পাদক রতন দাশের সভাপতিত্বে অনুস্টিত সভায় আরো উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারন সম্পাদক আবছার উদ্দিন, সদস্য শাহিনুল হক মার্শাল, খেলার বিচারক আর্ন্তাজতিক অরবিটর কাজী তাহেরুল ইসলাম।