কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারে আর্ন্তজাতিক অভিবাসী দিব পালিত হয়েছে। দিবস উপলক্ষে ১৮ ডিসেম্বর সকাল ১০ টায় কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি র্যালী বের করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন কক্সবাজারের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক কাজী আবদুর রহমান, ও অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইটিসি সাইফুল ইসলাম মজুমদার। জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের উপ পরিচলাক রমিয়ন কান্তি দাশ, এতে কক্সবাজারের বিভিন্ন ব্যাংক প্রতিনিধি, আএমও কর্মকর্তা, এনজিও প্রতিনিধি সহ বিভিন্ন এলাকা থেকে আগত প্রবাসীদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। র্যালী শেষে জেলা প্রশাসক কার্যালয়ে এক আলোচন সভা অনুস্টিত হয় । এতে বক্তারা দালাল চক্রের মাধ্যমে বিদেশে গিয়ে প্রতারিক না হওয়ার আহবান জানান এবং নিয়ম মেনে সরকারি ভাবে বিদেশ যাওয়ার প্রতি গুরুতআরোপ করেন। একই সাথে বিদেশে থাকা প্রবাসিদের পরিবারের সদস্যদের যে কোন কাজে সহযোগিতা করার আহবান জানান। পরে কক্সবাজার থেকে এ বছর সর্বোচ্চ রেপিডেন্স প্রদানকারী শহরের তারাবনিয়ার ছড়ার শাফায়েত আলম, চকরিয়া পালা কাটার মোহাম্মদ শহিদুল ইসলাম, বদর মোকাম এলাকার মোহাম্মদ হোসেন, সিকদার মহল এলাকার মোহাম্মদ ইব্রাহিম কে পুরুস্কৃত করা হয়া। তাদের পক্ষে তাদের পরিবারের সদস্যরা পুরুস্কার গ্রহন করে।