কক্সবাজারে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

মাহাবুবুর রহমান: কক্সবাজারে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে এক র‌্যালী ও আলোচনা সভা ১৩ অক্টোবর কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ আলী হোসেনের সভাপতিত্বে অনুস্টিত হয়েছে। সকাল ১০ টায় অনুস্টিত আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক কাজী আবদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইটিসি সাইফুল ইসলাম মজুমদার,কক্সবাজার জেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক ছালাউদ্দিন আহাম্মদ, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সরদার শরিফুল ইসলাম,কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাম মোহন সেন, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স এর উপ সহকারী পরিচালক আবদুল মালেক, টেকনাফ পৌর সভার মেয়র হাজী ইসলাম সহ জেলা দুয়োর্গ ব্যবস্থাপনা কর্মকর্তা রেটক্রীসেন্ট, সিপিবি সহ সংশ্লিষ্ট্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরন করা হয়।