মাহাবুবুর রহমান,কক্সবাজার : কক্সবাজারের চলমান উন্নয়ন ধারাবাহিক রাখতে নৌকায় ভোট দিন। নৌকাই হচ্ছে উন্নয়ন এবং সমৃদ্ধির প্রতিক,নৌকায় ভোট দিলে মানুষ শান্তিতে থাকে। কক্সবাজারের মহেশখালীতে চলমান কয়লা বিদ্যূৎ প্রকল্প,এনএলজি টার্মিনাল সহ হাজার কোটি টাকার উন্নয়ন এবং কক্সবাজারের পর্যটন খাতের আরো উন্নয়নের জন্য জেলা ৪ টি আসেন নৌকার প্রার্র্থীকে ভোট দেওয়ার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগের সভানেত্রী শেখ হাসিনা। তিনি ১৯ ডিসেম্বর বিকাল ৪ টায় কক্সবাজার রীর শ্রেষ্ট রুহুল আমীন স্টেডিয়ামে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কক্সবাজার বাসীর প্রতি এই আহবান জানান। এ সময় তিনি বলেন,বিএনপি জামায় প্রচারনায় নাই তারা এখন ষড়যন্ত্রে লিপ্ত,দেশের স্বার্থ বিলিন করে দিয়ে হলেও তারা ক্ষমতায় যেতে চায়। তাই তাদের সব ষড়যন্ত্র বিষয়ে জনগনকে সজাগ থাকতে আহবান জানান তিনি।
একই সাথে খুনি,এতিমের টাকা আত্বসাৎকারী,মানি লন্ডারিংকারীরা যাতে আবার কোন ভাবেই ক্ষমতায় আসতে না পারে সে ব্যাপারে সবাই সজাগ থাকার আহবান জানান।তিনি বলেন নিজেরা অফিস পড়িয়ে তারা আওয়ামীলীগের উপর দায় চাপাচ্ছে,নিজেরা মারামারি করে আমাদের প্রার্থীর উপর দায় চাপাচ্ছে এটা তাদের পুরানো অভ্যাস,পরে প্রধানমন্ত্রী কক্সবাজারের লবণের ন্যায্য দাম নিশ্চিত করা হবে জানিয়ে বলেন,আমি কক্সবাজারের লবণ খায় তাই আমি চাই লবণ চাষিরা আরো উন্নত মানেরএবং উন্নত পদ্ধতিতে লবণ উৎপাদন করুক।
সে জন্য সোলার প্যানেলের মাধ্যমে কিভাবে সহজভাবে লবণ উৎপাদন করা যায় সেদিকে সাই আগ্রহি করার আহবান জানান। এ সময় প্রধানমন্ত্রী কক্সবাজারের ৪ টি সংসদিয় আসনে নৌকার প্রতিক নিয়ে নির্বাচনকারীদের পরিচয় করিয়ে দেন। কক্সবাজার-১(চকরিয়া পেকুয়া) জাফর আলম,কক্সবাজার-২(মহেশখালী কুতুবদিয়া) আশেক উল্লাহ রফিক,কক্সবাজার-৩(সদর রামু)সাইমুম সরওয়ার কমল,কক্সবাজার-৪(উখিয়া টেকনাফ) শাহিন আক্তার। পরে প্রধানমন্ত্রীর আগ্রহেই ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন কক্সবাজার জেলা আওয়ামীলীগের সভাপতি এড,সিরাজুল মোস্তফা,সাধারণ সম্পাদক মুজিবুর রহমান,এবং ৪ টি সংসদিয় আসনে নৌকার প্রার্থীরা।ও কক্সবাজার উন্নয়ণ কতৃপক্ষের চেয়ারম্যান লেঃ কর্নেল ফোরকান আহামদ।