ওবায়দুল কাদেরের স্বাস্থ্যের আরো উন্নতি

অনলাইন ডেস্ক : সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদেরের অবস্থার আরো উন্নতি হয়েছে। কোনো ধরনের যন্ত্রের সহায়তা ছাড়াই তার হৃৎপিণ্ড স্বাভাবিকভাবে কাজ করছে বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচালক অধ্যাপক আবু নাসির রিজভী।

সিঙ্গাপুরে কাদেরের সঙ্গে থাকা রিজভী শুক্রবার এক ব্রিফিংয়ে বলেন, সেতুমন্ত্রীর রক্তচাপ অনেকটা স্বাভাবিক হয়ে এসেছে। তার কিডনি স্বাভাবিকভাবে কাজ করছে এবং রক্তের সংক্রমণও নিয়ন্ত্রণে রয়েছে। আগের কয়েকদিনের তুলনায় আজ তিনি আরো ভালো আছেন। দিন দিন তার স্বাস্থ্যের উন্নতি হচ্ছে। কোনো ধরনের কৃত্রিম সাপোর্ট ছাড়া তার হৃদযন্ত্র কাজ করছে।

ওবায়দুল কাদের হৃদরোগ, ডায়াবেটিস ছাড়াও শ্বাসতন্ত্রের জটিল রোগ সিওপিডিতে (ক্রনিক অবসট্রাকটিভ পালমোনারি ডিজিজ) ভুগছেন। গত রোববার সকালে শ্বাসকষ্ট নিয়ে তিনি ঢাকার বঙ্গবন্ধু মেডিকেলে ভর্তি হলে এনজিওগ্রামে তার হৃৎপিন্ডের রক্তনালিতে তিনটি ব্লক ধরা পড়ে। তখন একটি ব্লক স্টেন্টিংয়ের মাধ্যমে অপসারণ করেন চিকিৎসকরা।

পরে তার অবস্থা কিছুটা স্থিতিশীল হলে গত সোমবার বিকেলে উন্নত চিকিৎসার জন্য এয়ার আম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়।