অনলাইন ডেস্ক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রায়কে সামনে রেখে বুধবার সন্ধ্যা ছয়টায় সংবাদ সম্মেলন আহ্বান করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের। দলের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলন হবে।
আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপের গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। আগামীকাল বৃহস্পতিবার খালেদা জিয়ার বিরুদ্ধে মামলার রায় ঘোষণা করা হবে। এর জন্য বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছেন খালেদা জিয়া।