ওবায়দুল কাদেরকে খালেদা জিয়ার আমন্ত্রণ

অনলাইন ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে বিএনপির ‘ভিশন- ২০৩০’ ঘোষণার সংবাদ সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন দলটির চেয়রপারসন খালেদা জিয়া। আজ সোমবার বিকেল সোয়া ৫ টায় ওবায়দুল কাদেরের ধানমন্ডির অফিসে গিয়ে বিএনপির সহসাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম বাবুল ও সহদফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু ওই আমন্ত্রণপত্রটি পৌঁছে দেন। আগামী ১০ মে বুধবার রাজধানীর হোটেল ওয়েস্টিনে খালেদা জিয়ার সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। ওই সংবাদ সম্মেলন থেকে  ‘ভিশন ২০৩০’ ঘোষণা করবেন তিনি। বিএনপির সংবাদ সম্মেলনে দলের শীর্ষ নেতা, বিদেশি কূটনীতিক, দেশের বিশিষ্টজন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের আমন্ত্রণ জানানো হচ্ছে। এরই ধারাবাহিকতায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদককেও আমন্ত্রণ জানানো হয়েছে বলে দাবি বিএনপি নেতাদের।