ওজিল যাদুতে আর্সেনালের জয়

ক্রীড়া ডেস্ক : চ্যাম্পিয়নস লিগে নিজেদের চেয়ে দুর্বল প্রতিপক্ষ লুদোগোরেটসের বিপক্ষে হাড্ডাহাড্ডি ম্যাচে জয় পেয়েছে আর্সেনাল।মঙ্গলবার এস্তাদিও ভেসিল লেভসকিতে ৩-২ গোলে জিতে ইউরোপ সেরার টুর্নামেন্টে শেষ ষোলো নিশ্চিত করেছে গানাররা।প্রতিপক্ষের মাঠে ম্যাচের ১২ মিনিটেই জোনাথান কাফুর গোলে পিছিয়ে পড়ে আর্সেনাল। এর ৩ মিনিট পরেই কেসেরুর গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় লুদোগোরেটস।শুরুতেই পিছিয়ে পরলেও প্রথমার্ধেই দুই গোল শোধ করতে সক্ষম হয় আর্সেনাল। ম্যাচের ২১ মিনিটে গ্রানিত জাকা আর্সেনালের হয়ে প্রথম গোলটি করেন। বিরতিতে যাওয়ার চার মিনিট আগে আর্সেনালের সমতাসূচক গোলটি করেন ওলিভিয়ের জিরু।বিশ্রাম শেষে মাঠে নেমে দু’দলই গোলের জন্য মরিয়া হয়ে উঠে। এ সময় গোলের জন্য দারুণ দুটি সুযোগ পেলেও গোল করতে পারেনি লুদোগোরেটসের খেলোয়াড়রা। তবে ম্যাচের শেষ সময় আর্সেনাল শিবিরের অন্যতম সেরা তারকা মেসুত ওজিলের গোলে জয় নিশ্চিত হয়।ম্যাচের ৮৭ মিনিটে মিনিটে প্রতিপক্ষ দুই ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে বল লুদোগোরেটসের জালে বল পাঠান ওজিল। এরপর আর কোনো গোল না হওয়ায় এ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে আর্সেনাল।চ্যাম্পিয়নস লিগের গতকাল রাতের অপর ম্যাচে পিএসভিকে ২-১ গোলে হারিয়েছে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ। আর রোস্টভের বিপক্ষে সমান ব্যবধানে জয় পেয়েছে স্প্যানিশ ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদ।গ্রুপ ‘এ’ এর ম্যাচে জয় পাওয়ায় চ্যাম্পিয়নস লিগে ৪ ম্যাচ শেষে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আর্সেনাল। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে দ্বিতীয় স্থানে প্যারিস সেইন্ট জার্মেই। আর গ্রুপ ‘ডি’তে ৪ ম্যাচ শেষে ১২ পয়েন্টে শীর্ষে অ্যাটলেটিকো মাদ্রিদ। সমান ম্যাচে ৯ পয়েণ্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে বায়ার্ন মিউনিখ।