ঐক্যফ্রন্ট নেতারা নির্বাচন চান কি না, সংশয় প্রধানমন্ত্রীর

একাত্তরলাইভ ডেস্ক: জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা দেশে আদৌও নির্বাচন নির্বাচন চান কি না তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের এক যৌথ সভার সূচনা বক্তব্যে তিনি এ সংশয় প্রকাশ করেন। সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদ এবং সংসদীয় দলের সদস্যরা উপস্থিত ছিলেন।

তারা অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি করতে চায় মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, ‘দেশটা সুন্দরভাবে চলছে। দেশের মানুষ স্বস্তিতে আছে। এটা তাদের ভালো লাগছে না, তারা চায় একটা অস্বাভাবিক পরিস্থিতি। তারা চায় দেশটাকে অস্থিতিশীল করতে। সদ্যগঠিত এই জোটের নেতারা আগামী জাতীয় সংসদ নির্বাচন চান কী না?