একাত্তরলাইভ ডেস্ক: বহুল প্রত্যাশিত জাতীয় ঐক্যফ্রন্টের চট্টগ্রামের জনসভা শুরু হয়েছে। শনিবার দুপুর ২টায় এ জনসভা শুরু হয়। চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেনের সভাপতিত্বে মঞ্চে উপস্থিত রয়েছেন ঐক্যফ্রন্টের জাতীয় এবং নেতৃবৃন্দ স্থানীয়।
এর আগে পূর্বনির্ধারিত জনসভাকে সামনে রেখে নুর সড়কের নসিমন ভবনের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া সতর্ক অবস্থান সত্তেও সকল বাধা পেরিয়ে চারদিক থেকে বড় বড় মিছিল নিয়ে নেতাকর্মীরা সভাস্থলে যোগ দিয়ে কারাবন্দি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে নানা স্লোগান দিতে থাকেন।
জনসভায় আসতে নেতাকর্মীরা পুলিশি বাধার সম্মুখীন হচ্ছেন অভিযোগ করে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন বলেন, ‘সকাল থেকে বিভিন্ন মোড়ে পুলিশ নেতাকর্মীদের বাধা দিচ্ছে। গতকাল রাতেও নগরী এবং জেলার বিভিন্ন উপজেলায় পুলিশ নেতাকর্মীদের বাড়িতে তল্লাশি চালিয়েছে।’
তিনি বলেন, ‘আমরা মঞ্চ একটু বড় করতে চেয়েছি কিন্তু পুলিশ তাতে বাধা দেয়। এছাড়া নগরীর কাজির দেউরি পর্যন্ত মাইক দিতে চাইলেও পুলিশ দেয়নি।’
শনিবার দুপুর ২টায় এ সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও সকাল ১০ টা থেকেই নেতাকর্মীরা আসতে শুরু করে। কাজির দেউরি, নুর আহমদ সড়ক, লাভলেইন, ওয়াসা মোড় পর্যন্ত হাজার হাজার নেতাকর্মীরা ইতোমধ্যে জনসভায় যোগ দিয়েছেন। কানায় কানায় নসিমন ভবনের চারপাশের রাস্তা।
জনসভায় যোগ দেয়া চট্রগ্রাম দক্ষিণ জেলা যুবদলের নেতা রিয়াজ উদ্দীন বেগম বলেন, ‘আমাকে এই জনসভায় আসতে ৪ বার পুলিশ বাধা দিয়েছে তবু এসেছি। কারণ, আমাদের নেত্রী কারাগারে আমরা তার মুক্তির দাবি জানাবো এই জনসভা থেকে।’
এদিকে, সমাবেশকে ঘিরে যাতে করে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয় সেজন্য জনসভাস্থল ও এর আশেপাশের এলাকাগুলোতে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। সমাবেশস্থলের প্রবেশদ্বারে রয়েছে পুলিশের কড়া নজড়দারি।