এয়ারপোর্ট টু গণভবন : যান চলাচল শিথিল হচ্ছে

একাত্তলাইভ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার গণসংবর্ধনা অনুষ্ঠানকে কেন্দ্র করে রাজধানীর বিমানবন্দর থেকে গণভবন এলাকা পর্যন্ত যান চলাচল শিথিল করা হচ্ছে।প্রধানমন্ত্রী সন্ধ্যা ৬টা ৫৬ মিনিটে বিমানবন্দরে নামার কথা রয়েছে। এর আগে বিকেল ৫টা ২০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা থাকলেও ‘দুবাই এয়ারপোর্টে দেরি হওয়ার কারণে’ দেড় ঘণ্টা পরে পৌঁছাবেন প্রধানমন্ত্রী।ইতোমধ্যে ভিআইপি প্রটোকলের কিছু এলাকা যান চলাচল সীমিত হলেও অধিকাংশ এলাকার যান চলাচল স্বাভাবিক রয়েছে।এয়ারপোর্ট থেকে নিজস্ব প্রতিবেদক জানিয়েছেন, এয়ারপোর্ট থেকে প্রধানমন্ত্রীর যাওয়ার পথে যান চলাচল শিথিল করা হচ্ছে। তবে কিছু জায়গায় এখনো জ্যাম রয়েছে। রাস্তা ক্লিয়ার করার জন্য পুলিশ মাইকিং করছে।উত্তরা থানার এসআই আবুল খায়েরের বরাত দিয়ে প্রতিনিধি জানান, ‘প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে নেতা-কর্মীদের সরব উপস্থিতির কারণে এক উৎসবমুখর অবস্থা বিরাজ করছে। রাস্তায় নেতা-কর্মীদের অবস্থানের কারণে যান সরানো কষ্ট হচ্ছে। তবে প্রধানমন্ত্রী আসার আগে আগে রাস্তা ক্লিয়ার হয়ে যাবে।’ গণভবন এলাকা থেকে আরেক প্রতিবেদক জানান, গণভবন থেকে জাহাঙ্গীর গেইট পর্যন্ত যান চলাচল শিথিল করা হয়েছে।