একাত্তরলাইভডেস্ক: সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠক শেষে আওয়ামী লীগের সদ্যবিদায়ী সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম উপস্থিত সংবাদকর্মী এবং আগন্তুকদের এড়িয়ে যান।সোমবার দুপুরে মন্ত্রিসভার বৈঠক শেষে একে একে বের হয়ে আসেন মন্ত্রিসভার সদস্য বিভিন্ন মন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় সাংবাদিকরা সৈয়দ আশরাফের সঙ্গে কথা বলতে চাইলে তিনি কোনো রকম সাড়া দেননি। হাঁটার গতিও কমাননি।এক পর্যায়ে সাংবাদিকদের পক্ষ থেকে ‘কিছু বলুন’ বলা হলে, তিনি শুধু বলেন, ‘সময় হলে’। এতটুকু কথা বলে এক হাত তুলে বিদায় নিয়ে তিনি চলে যান।পরিচ্ছন্ন ইমেজের জন্য বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের পুত্র সৈয়দ আশরাফুল ইসলাম নিজ দলের সব পর্যায়েই নন্দিত। সম্প্রতি আওয়ামী লীগের সম্মেলনকে ঘিরে এই নেতা ছিলেন আগ্রহের কেন্দ্রবিন্দুতে।সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সৈয়দ আশরাফের পরিবর্তে ওবায়দুল কাদের দলের সাধারণ সম্পাদক নির্বাচিত হন।ক্ষমতাসীন আওয়ামী লীগের সম্মেলনের পর আজ ছিল প্রথম কর্মদিবস। আর আজই মন্ত্রিসভার নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক সূত্রে জানা গেছে, বৈঠকের শুরুতেই নতুন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে শুভেচ্ছা জানান সৈয়দ আশরাফ। এরপর মন্ত্রীসভার অন্য সদস্যরাও ওবায়দুল কাদেরকে শুভেচ্ছা জানান।কিন্তু বৈঠক শেষে আওয়ামী লীগের সম্মেলন, কমিটি কিংবা অন্য কোনো বিষয়েই সৈয়দ আশরাফের মন্তব্য পাওয়া যায়নি। তিনি অনেকটা এড়িয়ে গেছেন এসব।
এড়িয়ে গেলেন সৈয়দ আশরাফ
October 24, 2016