একাত্তরলাইভডেস্ক: জাতীয় অধ্যাপক ও শিশুরোগ বিশেষজ্ঞ ডা. এম আর খানের দ্বিতীয় জানাজা সম্পন্ন হয়েছে।রোববার বেলা ১১টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) প্রাঙ্গণে তার দ্বিতীয় জানাজা সম্পন্ন হয়। এর আগে রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে সকাল সাড়ে ১০টায় তার প্রথম জানাজা সম্পন্ন হয়।ডা. এম আর খান গতকাল শনিবার বিকেল ৪টা ২৫ মিনিটে রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৮৮ বছর।এম আর খান বার্ধক্যজনিত নানা জটিল রোগে গত কয়েক মাস ধরে ভুগছিলেন। তিনি সেন্ট্রাল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন।পারিবারিক সূত্র জানিয়েছে, এরপর বেলা দুপুর ১২টায় বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ) কার্যালয়ে এবং সাড়ে ১২টায় কেন্দ্রীয় শহীদ মিনারে সবার শ্রদ্ধা জানানোর জন্য নেওয়া হবে তার মরদেহ।বেলা ২টা ৩০ মিনিটে মিরপুরে শিশু স্বাস্থ্য ফাউন্ডেশন এবং বিকেল সাড়ে ৩টায় উত্তরা উইমেনস মেডিক্যাল কলেজ হাসপাতালে তার জানাজা হবে।এরপর মরদেহ নিয়ে যাওয়া হবে গ্রামের বাড়ি সাতক্ষীরার রসুলপুরে। পথে রাতে যশোরে শিশু স্বাস্থ্য ফাউন্ডেশনে জানাজা অনুষ্ঠিত হবে। সোমবার সকাল সাড়ে ১০টায় এম আর খানের নিজের গ্রাম রসুলপুরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হবে।ডা. এম আর খান বাংলাদেশের শিশুচিকিৎসার পথিকৃৎ। তার জন্ম ১৯২৮ সালের ১ আগস্ট সাতক্ষীরার রসুলপুরে। ১৯৫৩ সালে এমবিবিএস পাস করেন কলকাতা মেডিক্যাল কলেজ থেকে। তিনি এডিনবরা বিশ্ববিদ্যালয় থেকে ডিটিএম অ্যান্ড এইচ ও এমআরসিপি, লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে ডিসিএইচ, ঢাকার পিজি থেকে এফসিপিএস, ইংল্যান্ড থেকে এফআরসিপি ডিগ্রি লাভ করেন।
এম আর খানের দ্বিতীয় জানাজা সম্পন্ন
November 6, 2016