মুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জে ব্যাটারিচালিত রিকসা চলাচলের দাবিতে ৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তির বাসভবন ঘেরাও করেন চালক ও মালিকরা। শুক্রবার সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত সদরের জমিদারপাড়া এলাকায় নিজ বাসভবনে তাকে ঘেরাও করে অবরুদ্ধ করে রাখা হয়।
জেলা প্রশাসন ও পৌরসভার নির্দেশে পৌর এলাকায় ব্যাটারিচালিত রিকসা বন্ধ করে দেওয়া হয়। এর প্রতিবাদে রিকসাচালক ও মালিকপক্ষ নানা কর্মসূচি পালন করে আসছে। কর্মসূচির অংশ হিসাবে তারা আজ শুক্রবার অ্যাডভোকেট মৃণাল কান্তির বাসভবন ঘেড়াও করেন। পরে এমপির আশ্বাসে তারা ঘেরাও কর্মসূচি প্রত্যাহার করেন।
মুন্সীগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য মৃণাল কান্তি দাস জানান, চালকেরা তাকে অবরুদ্ধ করেছে বলা যাবেনা। আমি নির্বাচিত জনপ্রতিনিধি, আমার কাছে তারা সমস্যার কথা নিয়ে আসতেই পারে, তাদের দাবিও রয়েছে। ব্যাটারিচালিত রিকসা অবৈধ বলে বন্ধ করে দেওয়া হয়েছে, ইজি বাইক অবৈধ, বালু টানার ট্রলি অবৈধ তারা নির্বিঘ্নে চলাচল করছে। বিকল্প ব্যবস্থা ছাড়া প্রশাসনের বন্ধ করে দেওয়া ঠিক হয়নি।
ব্যাটারিচালিত রিকসাচালক মান্নান ব্যাপারি বলেন, আমাদের বিকল্প ব্যবস্থা না করে দিয়ে পৌর এলাকায় চলাচল করতে দেওয়া হচ্ছে না। আমি কিস্তি দিয়ে রিকসাটা কিনে পরিবার চালাচ্ছি, এখন যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে পরিবার নিয়ে রাস্তায় বসতে হবে।
উল্লেখ্য, গত ২৪ মে সংসদ সদস্য মৃণাল কান্তি দাসের গাড়ির সামনে শুয়ে চালকরা দাবি জানান।