এমপি আবুল হাসানাত আব্দুল্লাহ’র ৭৪তম জন্ম দিন পালিত

আগৈলঝাড়া প্রতিনিধিঃ
৭৪তম জন্ম দিনে বরিশালের আগৈলঝাড়ায় নিজ দলীয় নেতা-কর্মীদের ভালবাসা আর ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন এমপি আবুল হাসানাত আব্দুল্লাহ। সোমবার সকালে নিজের ৭৪তম জন্মদিনে দলীয় নেতা কর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করতে আগৈলঝাড়া উপজেলা সদরের দলীয়

কার্যালয়ে আসেন তিনি। এসময় দলীয় নেতা কর্মীরা তাদের প্রাণপ্রিয় নেতা আবুল হাসানাত আবদুল্লাহ এমপি’কে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন। এমপি আবুল হাসানাত আবদুল্লাহ তার জন্ম দিনে দলীয় কার্যালয়ে উপস্থিত নেতা-কর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় নেতা কর্মীরা

এমপি আবুল হাসানাতের দীর্ঘায়ু কামনা করেন। এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা বলরাম পোদ্দার, সাবেক উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন সেরনিয়াবাত, আওয়ামীলীগ নেতা আব্দুর রইচ সেরনিয়াবাত, রুস্তুম সেরনিয়াবাত, আবু সালেহ লিটন সেরনিয়াবাত, গৌরনদী

উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, জেলা পরিষদ সদস্য পেয়ারা ফারুক বক্তিয়ার, ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদার, ইউপি চেয়ারম্যান বিপুল দাস, ইউপি চেয়ারম্যান শফিকুল হোসেন টিটু, উপজেলা যুবলীগ সভাপতি সাইদুল সরদার, সাধারণ সম্পাদক অনিমেষ মন্ডল,

শ্রমিকলীগ সাধারন সম্পাদক সরোয়ার দাড়িয়া, আওয়ামীলীগ নেতা শহীদুল পাইক, উপজেলা ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত, সাধারণ সম্পাদক জাকির পাইক, গৌরনদী পৌর আওয়ামীলীগ সভাপতি মনির হোসেন মিয়াসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা।