এবার স্টোকসকে ফেরালেন তাইজুল

ক্রীড়া প্রতিবেদক : দ্বিতীয় দিনের সকালে মেহেদী হাসান মিরাজের পর ইংল্যান্ড শিবিরে আঘাত হেনেছেন তাইজুল ইসলাম। তার বলে মুমিনুল হকের দারুণ এক ক্যাচে বিদায় নিয়েছেন বেন স্টোকস। তার আগের ওভারে মেহেদী হাসান মিরাজের বলে বোল্ড হয়েছেন মঈন আলী।ঢাকা টেস্টে প্রথম ইনিংসে বাংলাদেশের ২২০ রানের জবাবে দ্বিতীয় দিনে ব্যাট করছে ইংল্যান্ড।সংক্ষিপ্ত স্কোর: ১৬ ওভার শেষে ইংল্যান্ড ৭০/৫।ব্যাট করছেন জো রুট (১৫) জনি বেয়াস্টো (১)। ফিরে গেছেন বেন স্টোকস (০), মঈন আলী (২), গ্যারি ব্যালান্স (৯), অ্যালিস্টার কুক (১৪), বেন ডাকেট (৭)।তামিম ইকবাল ও মুমিনুল হকের দাপুটে ব্যাটিংয়ে শুরুটা দারুণ হয়েছিল বাংলাদেশের। তবে সেই দারুণ শুরু ধরে রাখতে পারেননি পরের ব্যাটসম্যানরা। ১ উইকেটে ১৭১ রান থেকে বাংলাদেশের প্রথম ইনিংস শেষ হয়েছে ২২০ রানে। ৪৯ রানেই পড়েছে শেষ ৯ উইকেট!তবে বোলিংয়ের শুরুটা দারুণ হয়েছে স্বাগতিকদের। ৪২ রানেই ইংল্যান্ডের ৩ উইকেট তুলে নিয়েছেন স্বাগতিক বোলাররা। বৃষ্টির কারণে ১১.৩ ওভার আগেই প্রথম দিনের খেলা শেষ হওয়ার সময় ইংল্যান্ডের স্কোর ৩ উইকেটে ৫০।সেখান থেকে আজ মিরপুরে দ্বিতীয় দিনের ব্যাটিংয়ে নেমেছে সফরকারীরা। আগের দিন বৃষ্টিতে ওভার নষ্ট হওয়ায় আজ ৩০ মিনিট আগে সকাল সাড়ে ৯টায় শুরু হয়েছে খেলা। ইংলিশদের আজ ২০০ রানের মধ্যে বেঁধে ফেলতে পারবেন সাকিব-মিরাজরা?চট্টগ্রামে অভিষেক ইনিংসের ৬ উইকেট নেওয়া মেহেদী হাসান মিরাজ ঢাকাতেও মুশফিকুর রহিমের ভরসা হয়ে উঠেছেন। প্রথম দিনে অ্যালিস্টার কুক ও গ্যারি ব্যালান্সকে ফিরিয়েছেন তিনিই। তরুণ এই অফ স্পিনারের মায়াবী ঘূর্ণিতে আজও সাফল্যের প্রত্যাশায় গোটা বাংলাদেশ।সংক্ষিপ্ত স্কোর:বাংলাদেশ প্রথম ইনিংস: ৬৩.৫ ওভারে ২২০ (তামিম ১০৪, মুমিনুল ৬৬,  মাহমুদউল্লাহ ১৩, সাকিব ১০; মঈন ৫/৫৭, ওকস ৩/৩০, স্টোকস ২/১৩ )।