অনলাইন ডেস্ক: এবার সৌদি আরবেও পালন করা হয়েছে ভ্যালেন্টাইনস ডে। যুবরাজ মুহাম্মদ বিন সালমানের পদক্ষেপে যে পরিবর্তনের ঢেউ লেগেছে তাতে এবার রক্ষণশীল এই দেশটিতে ভ্যালেন্টাইনস ডে উদযাপনের হিড়িকই দেখা গেছে বৈকি। এই ধরনের দিবস সৌদি আরবে আনুষ্ঠানিকভাবে পালন নিষিদ্ধ হলেও গত বুধবার ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনস ডে-তে বিশ্বের অন্য দেশগুলোর মতো রিয়াদ ও জেদ্দায় উদযাপন করতে দেখা গেছে তরুণ-তরুণীদের।
যুবরাজ মুহাম্মদ বিন সালমানের সংস্কার কর্মসূচির অংশ হিসেবে ‘ধর্মীয় পুলিশের’ (মতোয়া) ক্ষমতা কমিয়ে ফেলা হয়েছে। এখন পুলিশ ধর্মীয় অনাচারের জন্য নাগরিকদের সরাসরি গ্রেপ্তার করতে পারবে না তারা। রিয়াদ ও জেদ্দায় প্রশাসনের কোনো বাধা ছাড়াই ফুল বিক্রি হতে দেখা যায়, যা আগের বছরও দেখা যায়নি। তরুণ-তরুণীরা শহর থেকে দূরে সাগর সৈকত, বিভিন্ন বিপণি বিতানে গিয়ে সময় কাটায়।
সৌদি আরবের রাষ্ট্রীয় টেলিভিশন আল আরাবিয়াকে দেওয়া সাক্ষাৎকারে মক্কা নগরীর সাবেক ধর্মীয় পুলিশ প্রধান আহমেদ কাসিম আল গামদি বলেন, ভ্যালেন্টাইনস ডের সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক বা বিরোধ নেই। এটা হারাম কিছু নয়।
আহমেদ আল কাসিম নামে এক সৌদি আরব নিউজকে বলেন, ভালোবাসা মানুষের সহজাত অনুভূতি। আর তার উদযাপন অমুসিলমদের মধ্যেই কেন সীমাবদ্ধ থাকবে। চলতি বছর সৌদি আরবে পরিবর্তনের যে হাওয়া বইছে, এটা তারই দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে বলেই মনে করছেন পর্যবেক্ষকরা।