একাত্তরলাইভ ডেস্ক: আট দফা দাবি আদায়ের লক্ষ্যে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ডাকা ৪৮ ঘণ্টা ধর্মঘটের দ্বিতীয় দিনে যেসব চালক গাড়ি নিয়ে বের হয়েছেন তাদের কান ধরে উঠবস করাচ্ছেন পরিবহন শ্রমিকরা।
সোমবার রাজধানীর যাত্রাবাড়ী ও শনিরআখড়ায় সিএনজি অটোরিকশা, প্রাইভেটকার, মাইক্রোবাস ছাড়াও বিভিন্ন ব্যক্তিগত যানবাহনের চালকদের গাড়ি থেকে নামিয়ে কান ধরে উঠবস করাতে দেখা গেছে।
গতকাল প্রথমদিনে চালকদের মারধর ও মুখে পোড়া মবিল মাখিয়ে দিয়েছিলো পরিবহন শ্রমিকরা। স্কুলছাত্রী, সাংবাদিকসহ বিশ্ববিদ্যালয় শিক্ষকরাও রক্ষা পায়নি তাদের পোড়া মবিল লাগানো থেকে।
তবে এ বিষয়ে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী জানান, আমরা পুলিশ কমিশনারকে বলে দিয়েছি- এমন আপত্তিকর ঘটনা যারা ঘটাচ্ছেন, পুলিশ যেন তাদের গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি দেয়।