বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
সিরাজগঞ্জের এনায়েতপুরে রুমা খাতুন (১৮) নামে এক নারী শ্রমিকের (জোগালী) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত রুমা খাতুন এনায়েতপুর থানার মন্ডলপাড়া মহল্লার রমজান আলীর মেয়ে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রুমা খাতুন মন্ডলপাড়া গ্রামের নূহু মিয়ার বাড়িতে তাঁতের কাজ করতেন। বুধবার সকালে তাঁতের কাজ শেষে দুপুরের দিকে তিনি বাড়িতে আসেন। এ সময় নিজ ঘরে ঢুকে গলায় দড়ি দিয়ে রুমা আত্মহত্যা করেছেন বলে তার পরিবারের দাবি। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
এনায়েতপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) রাশেদুল ইসলাম বিশ্বাস জানান, নিহতের পরিবারের দাবি এটি আত্মহত্যা। তবে এটি হত্যা না আত্মহত্যা তা নিশ্চিত হতে মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এনায়েতপুরে নারী শ্রমিকের মৃতদেহ উদ্ধার
