এনায়েতপুরে ট্রাকচাপায় যুবক নিহত

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার এনায়েতপুরে ট্রাকচাপায় অসিত পোদ্দার (৩৫) নামে এক যুবক নিহত হয়েছে। রবিবার বিকেল সাড়ে তিনটার দিকে শেখ রায়হান আলী ডায়াগনষ্টিক সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত অসিত পোদ্দার বেলকুচি উপজেলার গাবগাছী গ্রামের নগেন পোদ্দারের ছেলে।
এনায়েতপুর থানার উপ-পরিদর্শক আজগর আলী জানান, এনায়েতপুরের শেখ রায়হান আলী ডায়াগনষ্টিক সেন্টারে চিকিৎসা শেষে বাড়ী ফেরার জন্য ক্লিনিকের সামনে অটোরিক্সা ওঠে। এ সময় দ্রুতগামী একটি বালুভর্তি ট্রাক (সিরাজগঞ্জ-ড-১১-০৩৭৯) দাঁড়ানো অটোরিক্সাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অসিত পোদ্দার মারা যায়। পরে স্থানীয় জনতা ট্রাক ও চালককে আটকে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।