এখনো নির্ধারন হয়নি ধানের শীষ: মাঠে আলমগীর ফরিদ জেলে আজাদ

কক্সবাজার-২

মাহাবুবুর রহমান,কক্সবাজার
কক্সবাজার-২ মহেশখালী-কুতুবদিয়া আসনে ভোটের আগেই চলছে ২৩ দলীয় জোটের মনোনয়ন লড়াই। কে কাকে ডিঙ্গিয়ে দলের মনোনয়ন(ধানের শীষ প্রতীক) ভাগিয়ে নিবেন এমন প্রতিযোগীতায় নেমেছে বিএনপি ও জামায়াত। যদিও কেন্দ্রিয়ভাবে এ আসনটি জামায়াতকে ছেড়ে দিয়েছে বিএনপি এমন দাবী জামায়াতের।
২৩ দলীয় জোটের প্রার্থীকে হচ্ছেন তা নির্ধারণ হবে ৮ ডিসেম্বর। যিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরিত প্রতীক বরাদ্দের চিটি জেলা রির্টানিং অফিসারের কাছে জমা দেবেন তিনিই হবেন ধানের শীষ প্রতীকের প্রার্থী।

বর্তমানে জেলে থাকলেও মনোনয়নপত্র বাচাইকালে সাবেক সাংসদ জামায়াতের কেন্দ্রিয় নেতা হামিদুর রহমান আজাদ।

একই সাবেক সাংসদ আলমগীর ফরিদের মনোনয়নপত্র বৈধ ঘোষিত হওয়ায় এ পরিস্থিতি’র সৃষ্টি হয়েছে। জেলা বিএনপি’র পক্ষ থেকে কোন বক্তব্য দেওয়া না হলেও আলমগীর ফরিদই ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করবেন এমন দাবী আলমগীর ফরিদ সমর্থিত বিএনপির বিদ্রোহী গ্রুপের নেতারা।

তবে এ ব্যাপারে তেমন বাড়াবাড়ি করতে চাননা জামায়াত নেতৃবৃন্দ। তাদের দাবী, কারা কি বলছে তা জামায়াতের বিষয় নয়। কেন্দ্রিয়ভাবে কক্সবাজার-২ আসনটি জামায়াতকে ছেড়ে দিয়েছে এটি হল আসল বিষয়।
আলমগীর ফরিদ সমর্থিত মহেশখালী বিএনপি’র সভাপতি রুহুল কাদের বাবুল জানান, বিএনপি থেকে একমাত্র আলমগীর ফরিদকেই মনোনয়ন দেওয়া হয়েছে অন্য কাউকে নয়। তাই ধানের শীষ প্রতীক অবশ্যই তিনিই পাবেন। এটি বিএনপি’র নিশ্চিত আসন। অহেত ২০০৮ সালের নির্বাচনে ছেড়ে দেওয়া হয়েছিল জামায়াতকে।

বিএনপি’র নেতাকর্মীরা বিএনপি’র প্রার্থী চায় এ আসনে। জামায়াত স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়নপত্র দাখিল করেছেন, তাই তিনি ধানের শীর্ষ প্রতীক পাওয়ার কোন সুযোগ নেই। আলমগীর ফরিদ বিএনপি’র একক প্রার্থী।
জেলা জামায়াতের আমির মাওলানা মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, আমরা কারো প্রতিপক্ষ নই।

জোটগত ভাবে কক্সবাজার-২ আসনটি ছেড়ে দেওয়া হয়েছে। আর কারা মনোনয়ন চায় এটি তাদের বিষয়। এইচ এম হামিদুর রহমান আযাদ ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করবেন এটিই চুড়ান্ত।জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি কামরুল ইসলাম জানিয়েছেন, সহসায় এইচ এম হামিদুর আজাদ অচিরেই মুক্তি পাবেন। যে কয়টি মামলায় জামিন হয়নি তা কয়েক দিনের মধ্যেই হয়ে যাবে।
প্রাপ্ত তথ্যে জানা যায় গত উপজেলা পরিষদ নির্বাচনে মহেশখালী উপজেলায় বিএনপি মনোনীত বিরুদ্ধে আরেকজন প্রার্থীদেন আলমগীর ফরিদ। জেলা বিএনপি থেকে কয়েকদফা দলের মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করার জন্য নির্দেশনা দিলেও তিনি বিদ্রোহী প্রার্থীর পক্ষে নির্বাচন করায় দলের কেন্দ্রিয় সদস্য পদসহ প্রাথমিক সদস্যপদ থেকে বহিস্কার করে বিএনপি।

সম্প্রতি একাদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দলের বহিস্কারাদেশ প্রত্যহারের পাশাপাশি বিএনপি দলীয় মনোনয়ন পান তিনি। বিএনপি’র প্রত্যয়নপত্র নিয়ে তিনি মনোনয়নপত্র দাখিল করেন।

বাচইয়ে তিনি বৈধ ঘোষিত হন। কিন্তু কেন্দ্রিয়ভাবে কক্সবাজার-২ আসনটি জামায়াতকে ছেড়ে দিলে বিপাকে পড়েন আলমগীর ফরিদ।