একুশে টিভি ভবনে আগুন

অনলাইন ডেস্ক : রাজধানীর কারওয়ান বাজারে জাহাঙ্গীর টাওয়ারের পাশের গলিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একুশে টিভি ভবনের নিচ তলা ও দ্বিতীয় তলায় আগুন লেগেছে। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে গ্যাসের চুলায় ব্যবহৃত সিলিন্ডারে এই আগুনের সূত্রপাত ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস সদর দফতরের কন্ট্রোল রুমের ইন্সপেক্টর আতাউর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, জাহাঙ্গীর টাওয়ারের পাশের গলিতে রয়েছে বেশ কিছু অবৈধ চায়ের দোকান। যেখান থেকে গ্যাসের চুলায় ব্যবহৃত সিলিন্ডারে এই আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তেই আগুন নিচ ও দ্বিতীয় তলা থেকে আশপাশে ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় হতাহতের কোনো সংবাদ পাওয়া যায়নি।