অনলাইন ডেস্ক: ইউরোপীয় পার্লামেন্ট (ইপি) আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে না। দেশের এই নির্বাচন প্রক্রিয়া এবং এর ফলাফল নিয়েও কোনো মন্তব্য করবে না তারা। ইউরোপীয় পার্লামেন্টের ডেমোক্রেসি সাপোর্ট ও ইলেকশন কো-অর্ডিনেশন গ্রুপ এক বিবৃতিতে এ কথা জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, ইউরোপীয় পার্লামেন্টের কোনো সদস্যকে বাংলাদেশের এই নির্বাচন পর্যবেক্ষণ করা বা এ বিষয়ে মন্তব্য করার অনুমতি দেওয়া হয়নি।
ইউরোপীয় পার্লামেন্ট আসন্ন নির্বাচন প্রক্রিয়া পর্যবেক্ষণ করবে না এবং ভোটের ফল ঘোষণার পর কোনো মন্তব্যও করবে না। ইউরোপীয় ইউনিয়নের কোনো নির্বাচন পর্যবেক্ষক মিশনও বাংলাদেশে যাবে না। ফলে তাদের কোনো সদস্য যদি এ বিষয়ে কোনো মন্তব্য করেন, তবে তা ইউরোপীয় ইউনিয়ন বা ইউরোপীয় পার্লামেন্টের মন্তব্য হবে না।
এছাড়া ইউরোপীয় পার্লামেন্টে গত ১৫ নভেম্বর বাংলাদেশের নির্বাচন নিয়ে গৃহীত এক প্রস্তাবে সংস্থাটির এই অবস্থান স্পষ্ট করা হয় বলে বিবৃতিতে একটি নোটও দেয়া হয়েছে।
ইসির তফসিল অনুযায়ী আগামী ৩০ ডিসেম্বর বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।