অনলাইন ডেস্ক : একাত্তরের গণহত্যার বিষয়টি আন্তর্জাতিক ফোরামে তুলবে জাতিসংঘ। রোববার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি ও স্পেশাল এডভাইজার অন প্রিভেনশন অন জেনোসাইড এডামা ডিয়েং এ কথা বলেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাত অনুষ্ঠানে, এডামা ডিয়েং শেখ হাসিনাকে জানান, জাতিসংঘে একাত্তরে মুক্তিযুদ্ধের সময়ের গণহত্যার বিষয়টি তুলে ধরা হবে। একইসঙ্গে কিছু দেশ এর বিরোধিতা করতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।
রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের অবস্থানকে সমর্থন করার বিষয়টিও তুলে ধরেন জাতিসংঘের আন্ডার সেক্রেটারি। রোহিঙ্গা সমস্যা বাংলাদেশ একা সমাধান করতে পারবে না মন্তব্য করে এডামা ডিয়েং বলেন, মিয়ানমারের ওপর আন্তর্জাতিকচাপ অব্যাহত রাখা জরুরি।