উরুগুয়ে, পেরু ও ভেনেজুয়েলার জয়

ক্রীড়া ডেস্ক : বিশ্বকাপ বাছাইপর্বে দক্ষিণ আমেরিকা অঞ্চলের ম্যাচে মাঠে নামে উরুগুয়ে, পেরু ও ভেনেজুয়েলা। নিজ নিজ ম্যাচে জয় পেয়েছে দল তিনটি। উরুগুয়ে ২-১ গোলে হারিয়েছে ইকুয়েডরকে। পেরু ৪-১ গোলে হারিয়েছে প্যারাগুয়েকে। আর ভেনেজুয়েলা ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে বলিভিয়াকে। এদিকে চিলি ও কলম্বিয়া গোলশূন্য ড্র করেছে। উরুগুয়ের হয়ে গোল করেছেন সেবাস্তিয়ান কোয়াটেজ ও দিয়েগো রোলান। ৪৫ মিনিটে ইকুয়েডরের হয়ে একটি গোল শোধ দেন ফিলিপে কাইসেদো। এদিকে পেরুর বিপক্ষে ঘরের মাঠে প্রথমে লিড নেয় প্যারাগুয়ে। ম্যাচের ১০ মিনিটে গোলটি করেন ক্রিস্টিয়ান রিভেরোস। এরপরের গল্প শুধুই পেরুর। ৪৯ মিনিটে ক্রিস্টিয়ান রামোস, ৭১ মিনিটে এডিসন ফ্লোরেস, ৭৯ মিনিটে ক্রিস্টিয়ান কুয়েভা ও ৮৪ মিনিটে এদগার বেনিতেজ আত্মঘাতি গোল করে পেরুর জয় নিশ্চিত করেন। ভেনেজুয়েলার জয়ে হ্যাটট্রিক করেছেন জোসেফ মার্টিনেজ। তিনি ১০, ৬৭ ও ৭০ মিনিটে গোল তিনটি করেন। ৩ মিনিটে দলের হয়ে প্রথম গোলটি করেন জ্যাকোবো কুফাতি। আর ৭৪ মিনিটে বলিভিয়ার পরাজয়ের কফিনে শেষ পেরেকটি ঠুকেন রোমুলো ওতেরো।