কক্সবাজার রিপোর্ট : উন্নয়ন কনসার্টের নামে কক্সবাজার জেলা স্টেডিয়াম মাঠে খুড়াখুড়ির প্রতিবাদে বিক্ষুভ অব্যাহত রেখেছে জেলা খেলোয়াড়রা। শনিবার বিকাল স্টেডিয়াম মাঠে ফুটবলাররা খেলার সরাঞ্জাম সহ দাড়িয়ে খেলার মাঠ নস্ট করার তীব্র প্রতিবাদ জানায়। এ সময় কয়েক শত খেলোয়াড় তাদের মাঠে অবস্থান সহ বিভিন্ন কর্মসূচী পালন করে। এ সময় জেলা ক্রীড়া সংস্থার ফুটবল সম্পাদক একেএম রাশেদ হোসাইন নান্নু বলেন,জেলা প্রশাসন সহ সবাই জানে গত মাসের ৯ এবং ১০ সেপ্টেম্বর বীর শ্রেষ্ট রুহুল আমীন স্টেডিয়ামে দুটি আর্ন্তজাতিক ফুটবল ম্যাচ অনুষ্টিত হয়েছিল। সে জন্য মাঠটি কে দীর্ঘ পরিচর্যা করে সুন্দর করে ঘাষ লাগানো হয়েছে অনেক পরিশ্রম করে ফাসঁ দিয়ে উর্বর ঘাষ উত্তোলন করা হয়েছে সেজন্য ভারী বৃস্টির সময় মাঠে পানি না জমাতে খেলা খুব সুন্দর ভাবে হয়েছে। এতে ঢাকাতে ও আমাদের বেশ সুনাম হয়েছে তার প্রেক্ষিতে এখন সাফ মহিলা আর্ন্তজাতিক ম্যাচ করার প্রস্তাব আসছে। এর মধ্যে ২৯ অক্টোবর উন্নয়ন কনসার্টের নামে মাঠে কয়েক হাজার গর্ত করা হয়েছে। এবং মাঠের মাঝখানে ব্যাপক গর্ত করে খেলার মাঠটি সম্পূর্ন নস্ট করে ফেলা হয়েছে এটা কোন ভাবে কাম্যনয়। তাই আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই। জেলা খেলোয়াড় সমিতির সাধারণ সম্পাদক কৃতি ফুটবলার মোঃ মাসুদ হোসেন বলেণ,সরকারের উন্নয়ন কনসার্ট হওক সেটা আমরাও চাই কিন্তু কক্সবাজারে দীর্ঘ বীচআছে,এছাড়া বাহারছড়া গোলচত্তর মাঠ,পৌ প্রিপ্যর্যাটরী উচ্চ বিদ্যালয়ের মাঠ,জেলে পার্ক মাঠ সহ আরো অনেক মাঠ আছে কিন্তু একমাত্র খেলার মাঠে এ ধরনের বিধ্বংসি কাজ না করলেই ভাল হতো। জেলা ক্রীড়া সংস্থার সদস্য খালেদ আমজ বিপ্লব বলেন,মাঠের এ ধরনের ধ্বংস দেখে আমাদের চোখে পানি আসছে। যারা মাঠের মানুষ তারাই এর বেদনা বুঝবে তাই আমরা প্রদিবাদ অব্যাহত রেখেছি।
উন্নয়ন কনসার্টের নামে স্টেডিয়াম মাঠে খুড়াখুড়ির প্রতিবাদে উত্তাল ক্রীড়াঙ্গন
October 27, 2018