ঈশ্বরগঞ্জে ডায়রিয়ায় শতাধিক আক্রান্ত

ময়মনসিংহ প্রতিনিধি: জেলার ঈশ্বরগঞ্জে ডায়রিয়ার প্রকোপ ব্যাপক আকারে দেখা দিয়েছে। গত এক সপ্তাহে উপজেলায় শতাধিক ব্যক্তি ডায়রিয়ায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।হাসপাতাল সূত্রে জানা যায়, গত এক সপ্তাহে ৫৬ জন ডায়রিয়ায় আক্রান্ত রোগী ভর্তি হয়েছে। বাকিদের বিভিন্ন ক্লিনিক ও স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। গত আট মাসে সিভিল সার্জনের অফিস থেকে মাত্র ৩০টি স্যালাইন সরবরাহ করা হয়েছে। ফলে রোগিদের চাহিদা মত স্যালাইন দেওয়া যাচ্ছেনা। গত ২৪ ঘণ্টায় ডায়রিয়ায় আক্রান্ত আরও ২০ জন রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।