মাহাবুবুর রহমান,কক্সবাজার: সকল স্তরের মানুষকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, কক্সবাজারের একটি বদনাম রয়েছে। এখান থেকে ইয়াবা সরবরাহ করা হয়। যে কোনভাবে ইয়াবা বন্ধ করতে হবে। ইয়াবা সরবরাহের সাথে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না।
শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট ষ্টেডিয়ামে আয়োজিত বিশাল জনসমুদ্রে তিনি এসব কথা বলেন।
এসময় মাদকের ভয়াবহতা উল্লেখ্য করে প্রধানমন্ত্রী বলেন, মাদক এক একটি পরিবারকে ধ্বংস করে। জীবনের চরম ক্ষতি করে। তাই প্রতিটি সন্তানকে মাদক মুক্ত রাখতে হবে। একই সঙ্গে জঙ্গিবাদ ও সন্ত্রাস রুখে দিতে হবে। কোনভাবে জঙ্গিবাদ ও সন্ত্রাস চলতে পারে না।
কক্সবাজারে পর্যটন উন্নয়নের বড় বড় মেগা উন্নয়ন প্রকল্পের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী কক্সবাজারকে আন্তর্জাতিক পর্যটন নগরী হিসাবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেছেন, তার বর্তমান সরকার এর লক্ষে কাজ শুরু করেছেন। কক্সবাজার মেরিন ড্রাইভ সড়ক উদ্বোধন, কক্সবাজার বিমান বন্দরে আন্তর্জাতিক ফøাইটে অবতরণ, কক্সবাজারে বিশ্বের তৃতীয় আন্তর্জাতিক ক্রিকেট ষ্টেডিয়াম স্থাপন, মেডিকেল কলেজ সহ ধারাবাহিক উন্নয়ন কক্সবাজারকে আন্তর্জাতিক মানে
তিনি আরো বলেন, খালেদা জিয়া ক্ষমতায় থাকার সময় গঙ্গার পানির ব্যাপারে কিছুই করতে পারেনি। তিনি (খালেদা জিয়া) ক্ষমতায় না থাকলে ভারত বিরোধি হয়ে যায়, আর ক্ষমতায় গেলে ভারতের সাথে আপোষ মিমাংশ করেন। এটিই তাদের নীতি।
নৌকার পক্ষে ভোট চেয়ে প্রধানমন্ত্রী আরো বলেন, আওয়ামীলীগ উন্নয়নের দল। আওয়ামীলীগ ক্ষমতায় আসলে উন্নয়ন হয়। নৌকা মার্কাটি জনগনের মার্কা। নৌকায় ভোট দেয়ার কারণে বাংলাদেশ স্বাধীন হয়েছে। নৌকায় ভোট দেয়ার কারণে ধারাবাহিক উন্নয়ন হচ্ছে। তাই যত গুলো নির্বাচন আসবে, সব নির্বাচনে নৌকায় ভোট দেয়ার আহবান জানান।
কক্সবাজার জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফার সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আওয়ামলীলীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, গণর্পূত মন্ত্রী মোশারফ হোসেন, পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন সহ স্থানীয় নেতৃবৃন্দ।
এর আগে সকাল সাড়ে ৯টার দিকে পৌছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্সবাজার বিমান বন্দরে বোয়িং বিমানের বাণিজ্যিকভাবে চলাচলের উদ্বোধন করেন। পরে সকাল ১১টার দিকে মেরিন ড্রাইভ সড়ক হয়ে ইনানী পৌছেন এবং সেখানেই ২৮ কিলোমিটার পেয়েন্টের মেরিন ড্রাইভ সড়কের ফলক উন্মোচন করেন।