ইয়াবার বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা : বিজিবির কক্সবাজার রিজিয়ন কমান্ডার

মাহাবুবুর রহমান,কক্সবাজার  : ইয়াবার বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা সহ ইয়াবা পাচারকারী,গডফাদার,পরিবহণকারী এবং ইয়াবা আসক্তদের বিরুদ্ধেও নতুন করে জিহাদ ঘোষনা করছি। একই সাথে রোহিঙ্গাদের নিয়ে কাউকে বিশৃংখলা সৃস্টি করতে না দেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠাতে এবং মানবপাচার রোধে আরো নতুন করে সব ধরনের উদ্দোগ নেওয়া হবে বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ’বিজিবি’র কক্সবাজারের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আইনুল মোর্শেদ খান পাঠান।

৮ ডিসেম্বর কক্সবাজার বিজিবি ক্যাম্পের কার্যালয়ে সাংবাদিকদের সাথে মত বিনিময় কালে তিনি উপরোক্ত কথা বলেন। এ সময় রিজিয়ন কমান্ডার আরো বলেন,সবার আগে দেশ এবং দেশ প্রেম। আমাদের প্রতিটি কাজে সেই চেতনাকে অগ্রাধিকার দিতে হবে। আমি বাংলাদেশের একজন নাগরিক হিসাবে দেশের প্রতিটি আর্জন আমাকে আন্দোলিত করে।

তাই বর্তমানে বাংলাদেশের সফলতার বিরত্ব গাথাও আমাকে মাথা উচু করে দাড়াতে শেখায়। তাই উন্নয়ন এবং সমৃদ্ধির ধারাবাহিকতা ধরে রাখতে তিনি সবাইকে এক সাথে কাজ করার আহবান জানান।

এ সময় তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন,মায়ানমার সরকারের প্রতিটি গুলির জবাব ৩ গুন করে দেওয়ার ক্ষমতা আমাদের আছে। এছাড়া রোহিঙ্গার কারনে কক্সবাজারের বিশাল ক্ষতির কথা উল্লেখ করে তিনি বলেন,দ্রুত রোহিঙ্গাদের প্রত্যাবাসন হওয়া জরুরী একই সাথে আরো কোন রোহিঙ্গাদের স্থান দেওয়ার সক্ষমতা আমাদের নেই।

তিনি বলেণ,নতুন প্রজন্মের কাছে একটি নিরাপদ বাসযোগ্য বাংলাদেশ রেখে যেতে চাই।সেখানে মাদকের কোন চিহ্ন থাকবে না। এ সময় উপস্থিত ছিলেন সেক্টর কমান্ডার রামু কর্ণেল এস এম বায়েজীদ খান, ৩৪ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মনজুরুল হাসান খান, রামু সেক্টর কমান্ডার অতিরিক্ত পরিচালক অপারেশন মেজর সিরাজুল ইসলাম।

বক্তব্য রাখেন কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের চৌধুরী,সিনিয়র সাংবাদিক দৈনিক কালের কন্ঠের স্টাফ রিপোর্টার তোফায়েল আহামদ,প্রথম আলোর স্টাফ রিপোর্টার আবদুল কুদ্দুস রানা,কক্সবাজার প্রেস ক্লাবের সহ সভাপতি মমতাজ উদ্দিন বাহারী,এনটিভির কক্সবাজার প্রতিনিধি ইকরাম চৌধুরী টিপু,দৈনিক বাংলাদেশের খবরের কক্সবাজার প্রতিনিধি মাহাবুবুর রহমান,সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক দীপক শর্মা দীপু,যমুনা টিভির কক্সবাজার প্রতিনিধি ইমরুল কায়েস প্রমুখ।