ইসি নিয়ে আলোচনা- আশা ছাড়ছে না বিএনপি

একাত্তলাইভ ডেস্ক:  অবাধ নির্বাচনের স্বার্থে নিরপেক্ষ নির্বাচন কমিশন (ইসি) গঠনের বিষয়ে বিএনপির আলোচনার আহ্বানে সরকার সাড়া না দিলেও তাতে আশা হারাচ্ছে না দলটি।সংকট সমাধানে আলোচনার বিকল্প নেই জানিয়ে বিএনপি বলছে, সরকার অবশ্যই এক সময় আলোচনায় বসবে।রোববার বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এই কথা বলে বিএনপি নেতা শামসুজ্জামান দুদু। তিনি বলেন, ‘আমরা গণতন্ত্রের স্বপক্ষের মানুষ। তাই আশা হারাই না। আমরা অব্যাহতভাবেই তার (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) কাছ থেকে প্রত্যাশা করি, তিনি আলোচনায় আসবেন। কারণ তার পিতা পাকিস্তানের আমলে বৃহৎ রাজনৈতিক দলের একক নেতা হয়েও তৎকালীন পাকিস্তানিদের সঙ্গে আলোচনা করে সংকটের সমাধান করতে চেয়েছিলেন। যদিও সেটি হয়নি।’‘আমরা আমাদের সেই জাতীয় নেতার কথা আজকের প্রধানমন্ত্রীকে স্মরণ করিয়ে দিতে চাই। সমস্যা সমাধানে আলোচানর বিকল্প নেই। প্রধানমন্ত্রী প্রত্যাখান করলেও ভবিষ্যতে শান্তভাবে চিন্তা করলে অবশ্যই তিনি আলোচনায় বসবেন।’বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার সঙ্গে ‘অন্যায় করা হচ্ছে’- শীর্ষক একটি প্রতিবাদ সভায় পুলিশ বাধা দিয়েছে বলে অভিযোগ করেন দলের মুখপাত্রের দায়িত্ব পালন করা শামসুজ্জামান দুদু।তিনি বলেন, ‘আইনের ব্যত্যয় ঘটিয়ে, আইনের ভুল ব্যাখ্যা দিয়ে তাকে যে হেয় প্রতিপন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে, তার প্রতিবাদে তার নির্বাচনী এলাকা সূত্রাপুরের মানুষজন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সভা করতে চেয়েছিল। আগে থেকে পুলিশের অনুমতি নেওয়াও হয়েছিল। পুলিশ অনুমতিও দেয়। দুঃখের বিষয়, অনুষ্ঠানের কয়েকঘণ্টা আগে যখন ব্যানার, ফেস্টুন নিয়ে গেছে, কখন বাধা দেওয়া হয়েছে, তালা লাগিয়ে দেওয়া হয়েছে।’তিনি জানান, পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, অনুমতি বাতিল করা হয়েছে। এই মিটিংয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীলসহ জাতীয় নেতাদের উপস্থিত থাকার কথা ছিল।শামসুজ্জামান দুদু বলেন, ‘জাতিসংঘে গিয়ে প্রধানমন্ত্রী বলেছেন- দেশে গণতন্ত্র আছে। কথা বলার সুযোগ আছে। আমরা সেটি বিশ্বাস করতে চেয়েছি।‘কিন্তু এখন মত প্রকাশের স্বাধীনতা বাংলাদেশে আপাতত নেই। সংগঠন করার স্বাধীনতা নেই। সভা সেমিনার করার স্বাধীনতা নেই। আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ করছি।’এ সময় তিনি অভিযোগ করেন, তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে রাজধানীর বিভিন্ন স্থানের মিছিল থেকে পুলিশ বিএনপির নেতা-কর্মীদের গ্রেপ্তার করেছে।সংবাদ সম্মেলনে বিএনপি নেতাদের মধ্যে হাবিবুর রহমান হাবিব, আবদুস সালাম, এমরান সাহে প্রিন্স, কাজী আবুল বাশার প্রমুখ উপস্থিত ছিলেন।